তুমি
রাজীব মিত্র
তুমি ভালো ছেলে - সব্বাই জানে
বই পড়াটাই নেশা,
দিনরাত্তির ঘরে বসে থাক
বন্ধ যে মেলামেশা।
খেলার মাঠেতে কেউ কি দেখেছে
তোমাকে একটিবার?
মাঠে নেমে খেলা করতে কখনও?
মনে তো পড়ে না আর!
তুমি খেল জানি, শুনেছি সে কথা,
একা কম্পিউটারে,
সেখানে তুমি তো দারুণ দক্ষ,
কতজন সেটা পারে?
ভালো গুণ তবু পার না কিন্তু
মিশতে সবার সাথে
নিজেকে গুটিয়ে খোলসেতে রাখ
কী লাভ হচ্ছে তাতে?
আমি আমি ছাড়া আর তো জান না
বদলাও অভ্যেস,
মেলামেশা করো খোলসটা ভেঙে
তা না হলে সব শেষ।
পড়া শেষে নিয়ে চাকরি হচ্ছ
জীবনে প্রতিষ্ঠিত
আড়ালে তবুও মানুষ হলে না
শুনে যাবে নিয়মিত।
_____
রাজীব মিত্র
বই পড়াটাই নেশা,
বন্ধ যে মেলামেশা।
খেলার মাঠেতে কেউ কি দেখেছে
তোমাকে একটিবার?
মাঠে নেমে খেলা করতে কখনও?
একা কম্পিউটারে,
কতজন সেটা পারে?
মিশতে সবার সাথে
নিজেকে গুটিয়ে খোলসেতে রাখ
কী লাভ হচ্ছে তাতে?
বদলাও অভ্যেস,
তা না হলে সব শেষ।
পড়া শেষে নিয়ে চাকরি হচ্ছ
জীবনে প্রতিষ্ঠিত
আড়ালে তবুও মানুষ হলে না
শুনে যাবে নিয়মিত।
_____
ছবিঃ আন্তর্জাল
No comments:
Post a Comment