মহালয়ার ভোরে
মৌসুমী চট্টোপাধ্যায় দাস
একটা ছেলে ডিঙির কোণে একলা যে বায় দাঁড়,
শাপলা তোলে, পদ্ম তোলে, একলা
গাঁথে হার৷
পালক ছেঁড়া মেঘ আকাশে, বক ভাসানো হাওয়া,
শিরশিরানি শিশির ঝরে শিউলিতলা ছাওয়া৷
সোনার রোদে রূপালি কাশ কতই ছবি আঁকে,
একলা থাকা সেই ছেলেটার পড়ছে মনে মা’কে৷
মহালয়ার ভোর না হতেই বেয়েই ডিঙিখানা
দুগ্গাতলায় দুঃখি ছেলে চুপ করে দেয় হানা৷
একচালাতে মাটির দেবী ফিক করে তাই হাসে,
কোঁকড়া চুলের গোছ সরিয়ে ছেলের কাছে আসে৷
মায়ের গায়ের গন্ধ আসে, ঠিক যে শিশুবেলা,
মহালয়ার এই ভোরে আজ বসল মিলন মেলা৷
_____
ছবিঃ সম্বিতা
মৌসুমী চট্টোপাধ্যায় দাস
পালক ছেঁড়া মেঘ আকাশে, বক ভাসানো হাওয়া,
সোনার রোদে রূপালি কাশ কতই ছবি আঁকে,
মহালয়ার ভোর না হতেই বেয়েই ডিঙিখানা
দুগ্গাতলায় দুঃখি ছেলে চুপ করে দেয় হানা৷
একচালাতে মাটির দেবী ফিক করে তাই হাসে,
মায়ের গায়ের গন্ধ আসে, ঠিক যে শিশুবেলা,
_____
ছবিঃ সম্বিতা
No comments:
Post a Comment