ছড়া-কবিতা:: ইচ্ছে - শ্যামলশুভা ভঞ্জ পণ্ডিত


ইচ্ছে
শ্যামলশুভা ভঞ্জ পণ্ডিত
 
তেমন করে চাও গো নদী
আকাশ হবে আলোর নদী।
মেঘগুলো সব নৌকা হবে
চলবে হেলেদুলে।
মৌমাছিরা মিষ্টি গানে
বলবে কথা কানে কানে
গুনগুনিয়ে গান শোনাবে
বসবে এসে ফুলে।
 
এমন যদি ভাবতে পারো
বাগান হবে সবুজ আরও
পাখিরা সব নাচ দেখাবে
গানের তালে তালে।
ফুলের মুখে আলতো হাসি
বলবে তোমায় ভালোবাসি
রঙের ডালি উজাড় হবে
গাছের ডালে ডালে।
 
ইচ্ছে তোমার যদি করে
আকাশটাকে মুঠোয় ভরে
ভাসিয়ে দিও নতুন দিনে
ভাবনাগুলো যত।
মেলে দিও মনের ডানা
উড়ে যেতে নেই যে মানা
খুশিগুলো ঝরনা হয়ে
ঝরবে আলোর মতো।।
_____
ছবিঃ দ্বৈতা হাজরা গোস্বামী

No comments:

Post a Comment