ছড়া-কবিতা:: বানভাসি - ডাঃ শুভায়ু দে


বানভাসি
ডাঃ শুভায়ু দে
 
বানভাসি আয়, বানভাসি হোক, বানভাসি সব ক্লাস
বৃষ্টি দিনে ক্লাস-ওয়ার্কের অলীক সর্বনাশ
 
ঘুম কাড়ত বর্ষা-রাতি, কাঁথায় হোম-ওয়ার্ক
“ও মা, কাল স্কুল যাব না রেনি ডে-র বাঙ্ক
 
কালকে আবার দে ছুট দে ছুট, কাদায় ফুটবল
“ও মা, কাল স্কুল যাব না স্কুলের মাঠে জল
 
আজকে ঘরে রেলিং ধরে গুনব জলের ছাপ
“ও মা কাল স্কুল যাব না নো এক্সাম চাপ
 
আজকে আমি অফিস পাড়ায়, জল ছুঁয়ে দেয় পা
ক্লাসে যেমন বাঙ্ক করতাম, অফিস যাব না
 
একটা দিন বানভাসি হোক, আগের মতো সেই
“ও মা, আজ এলাম ফিরে, আজকে অফিস নেই।।
_____
ছবিঃ আন্তর্জাল

No comments:

Post a Comment