ছড়া-কবিতা:: বৃষ্টিফুলের পাপড়ি - স্বপ্ননীল রুদ্র


বৃষ্টিফুলের পাপড়ি
স্বপ্ননীল রুদ্র
 
বনের ওপর মেঘ ফুটেছে, বনের তলায় ফুল
নীড়ে নীড়ে ডিম ফুটেছে, শাখায় দোদুল দুল
মেঘের ভেতর জলের কুঁড়ি
ফুটেই ঝরে গুঁড়ি গুঁড়ি
বৃষ্টিফুলের পাপড়ি গেঁথে উড়ছে বনের চুল
 
স্বপ্নে এমন বনের ভেতর আমি এবং ভাই
এসে দেখি সবুজ ছাড়া অন্য রঙ তো নাই
ভেজা পাতা নরম লতায়
প্রজাপতি উড়ে বেড়ায়
রঙিন রঙিন কত পাখি বলছে, এসো গাই...
 
গাইতে গাইতে ছোট্ট একটি ঝোরার পাশে এসে
দেখি স্রোতে ফুলেরা যায় আপন মনে ভেসে
আমি ও ভাই কাগজ দিয়ে
নৌকো বানাই, দিই ভাসিয়ে
এঁকেবেঁকে অচিনপুরে যাচ্ছে তারা হেসে
 
মায়ের ডাকে ঘুম ভেঙে যায়, উঠে দেখি আষাঢ়
আকাশভাঙা বৃষ্টি দিয়ে ভাঙছে মেঘের পাড়
ঝমঝমাঝম জলের ধারা
পথে তো নেই কারোর সাড়া
ইস্কুল ছুটি, পড়াশোনাও, আজ সবেতেই ছাড়...!
_____
ছবিঃ আন্তর্জাল

No comments:

Post a Comment