চিমটি ভূতের ছড়া
গৌতম গঙ্গোপাধ্যায়
যে যেখানে থাকো রে ভাই শহর কিবা গ্রাম,
ভুলেও যেন নিও না কেউ চিমটি ভূতের নাম।
করলে সে নাম অমনি ভূতে চড়বে এসে ঘাড়ে,
আচ্ছা করে বুঝিয়ে দেবে চিমটি বলে কারে।
রাম চিমটি, শ্যাম চিমটি, চিমটি যত আছে,
সব রকমের চিমটি পাবে সেই
ভূতেরই কাছে।
চিমটি কাটে গায়ে মাথায় যতই পালাই দূরে,
দেখতে না পাই কোথা থেকে চিমটি আসে উড়ে।
পরলে নতুন জুতো জামা চিমটি আছে বাঁধা,
চিমটি খেলে মাগো বলে জুড়বে
তুমি কাঁদা।
আঁধার রাতে একলা পথে চিমটি কেটে যায়,
তাগা তাবিজ ওঝা গুণিন মানতে সে না চায়।
জানতে কি চাও কোথায় আছে চিমটি ভূতের বাড়ি?
আমার কাছে আসলে পরে
হদিস দিতে পারি।
ঠিকানা তার কষ্ট করে নিজেই জেনে এসো,
বজবজেতে বাস করে সেই চিমটি
ভূতের মেসো।
_____
গৌতম গঙ্গোপাধ্যায়
করলে সে নাম অমনি ভূতে চড়বে এসে ঘাড়ে,
রাম চিমটি, শ্যাম চিমটি, চিমটি যত আছে,
চিমটি কাটে গায়ে মাথায় যতই পালাই দূরে,
পরলে নতুন জুতো জামা চিমটি আছে বাঁধা,
আঁধার রাতে একলা পথে চিমটি কেটে যায়,
জানতে কি চাও কোথায় আছে চিমটি ভূতের বাড়ি?
ঠিকানা তার কষ্ট করে নিজেই জেনে এসো,
_____
ছবিঃ নচিকেতা মাহাত
No comments:
Post a Comment