ছড়া-কবিতা:: লোকটা - অংশুমান চক্রবর্তী


লোকটা
অংশুমান চক্রবর্তী
 
লম্বা ছ-ফুট হবে, একমুখ দাড়ি
কোনও ব্যাপারেই তার নেই বাড়াবাড়ি।
সকালে বাজারে আসে, করে কেনাকাটা
দু-ব্যাগ ভর্তি হলে সোজা দেয় হাঁটা।
দরদাম করে না তো, চুপচাপ কেনে
হাসি মুখ, দোকানিরা ভালোমতো চেনে।
জিনিস টাটকা চাই, বলা আছে তার
খারাপ দেখলে মোটে আসবে না আর।
পায়জামা-পাঞ্জাবি, সাদামাটা সাজ
জানা নেই কারও ঠিক কী যে তার কাজ।
সকলে মান্য করে, কেন? নেই জানা
কাউকে বলে না সে যে বাড়ির ঠিকানা।
কেউ বলে, ছবি আঁকে, কেউ বলে, লেখে
কেউ বলে, গান গায়, মনে হয় দেখে।
লম্বা ছ-ফুট হবে, চুল দোলে ঘাড়ে
তার দেখা পাওয়া যায় রোজের বাজারে...
_____
ছবিঃ রাজা আক্তার

1 comment:

  1. ছড়াটি দারুণ। আপনাদের পত্রিকাটির প্রেমে পড়ে গেলাম।

    ReplyDelete