ছড়া-কবিতা:: নিঝুম রাতের গল্প ছিল ঝিঁঝিঁর ডাকে - শুভ্রদেব বল


নিঝুম রাতের গল্প ছিল ঝিঁঝিঁর ডাকে
শুভ্রদেব বল
 
তখন আমি ছোট্ট শিশু মায়ের পাশে,
জানলা বেয়ে যেতাম ভেসে মেঘের দেশে,
চাঁদের সাথে লুকোচুরি গাছের ফাঁকে,
নিঝুম রাতের গল্প ছিল ঝিঁঝিঁর ডাকে।
 
মিট মিট মিট জোনাক জ্বলা আঁধার রাতে,
ডাকত কুকুর শেয়ালগুলো ধানের খেতে,
হুতুম পেঁচা মেলত ডানা পথের বাঁকে,
নিঝুম রাতের গল্প ছিল ঝিঁঝিঁর ডাকে।
 
ফুল পরিরা আসত নেমে দূরের বনে,
চাঁদের বুড়ি চকা কাটে আপন মনে,
চামচিকেরা কিচিরমিচির ছুটত ঝাঁকে,
নিঝুম রাতের গল্প ছিল ঝিঁঝিঁর ডাকে।
 
বাতাস বুঝি দিচ্ছে টোকা বন্ধ দ্বারে,
ফিসফিসানি শব্দ শুনি অন্ধকারে,
নিশির ডাকে ভয় পেয়েছি, ডাকছি মাকে,
নিঝুম রাতের গল্প ছিল ঝিঁঝিঁর ডাকে।
 
আকাশ তারা শোনায় কথা রূপকথার,
জ্বলছে দুচোখ ঐ আড়ালে চুপ কথার,
মেঘের মাঝে চাঁদমামা যেই মুখ ঢাকে,
নিঝুম রাতের গল্প ছিল ঝিঁঝিঁর ডাকে।
 
মাধবীলতার মনমাতানো আঘ্রানে,
সুর খুঁজে পায় বাউল বাতাস কোন্ গানে?
টুপ টাপ ফুল ঝরছে বুঝি ঐ শাখে,
নিঝুম রাতের গল্প ছিল ঝিঁঝিঁর ডাকে।
_____
ছবিঃ আন্তর্জাল

No comments:

Post a Comment