ছড়া-কবিতা:: শিগগির খাও ভাত - রঞ্জিত বিশ্বাস


শিগগির খাও ভাত
রঞ্জিত বিশ্বাস
 
সেদিন রাতে গেলাম একা চিলেকোঠায়,
ভূত বলল, “এতক্ষণে? ছিলে কোথায়?
তোরই ছেলের ডাকনাম তো ফটকে?
দুষ্টু বুঝি? দেবো কি ঘাড় মটকে?”
এটা কিন্তু সত্যি ঘটল কাল,
শিগগির খাও ভাত আরেক গাল
 
তারপরও তো ভূত দেখেছি আরও,
রাত্রি তখন বারোটা বেজে বারো
বটের তলায় ভূতটা ছিল দাঁড়িয়ে
মটকাতে ঘাড় এল হাতটা বাড়িয়ে
ইয়াব্বড়ো লম্বা গো তার হাত,
শিগগির খাও আর একগাল ভাত
 
তোমার মেসো, হোক না যতই অফিসার,
ভূতের ভয়ে হারিয়ে ফেলে বাছবিচার
ন্যাকার মতন খায় সে তখন ভ্যাবাচ্যাকা,
এপ্রিল মাস পয়লায় পায় ভূতের দেখা
ভূতের ভয়ে হয়েছে তার গেঁটে বাত,
শিগগিরই খাও আর একগাল ভাত
 
ভাত খাবে না? হচ্ছেটা কী তোমার?
সহ্যসীমা যাচ্ছে হয়ে পার
এটা সেটা খেয়ে ভরাও পেটটা,
আজকে আবার নেইকো ফোনের নেটটা!
দেখাও তোমার নতুন ওঠা দাঁত,
শিগগির খাও আর একগাল ভাত
_____
ছবিঃ সম্বিতা

No comments:

Post a Comment