গমনাগমন
অমিতাভ প্রামাণিক
দেবী দুর্গা যে সিংহবাহিনী
এ কথা আমরা জানি সবাই।
মর্ত্যে আসেন ঘোটকে বা গজে,
দোলা-নৌকায়, জানিস
ভাই?
রবি-সোমবারে আসা হলে তাঁর
চড়বেন তিনি একটি গজে।
সিঙ্গিমামাটি একলা একলা
পিছে পিছে আসে পদব্রজে।
শনি-মঙ্গলে ঘোড়ায় চড়েন
সিংহের কাঁধে চাপিয়ে ঝোলা!
বিষ্যুৎ-শুক্কুরে একই কেস,
সিংহ
না, তিনি
চাপেন দোলা।
আর যদি হয় বুধে আগমন
অথবা গমন, নৌকা তাঁর
বয়ে নিয়ে আসে, বয়ে নিয়ে যায়,
সিংহের
মুখ হোক না ভার।
এইবার তিনি ল্যান্ড করবেন
বিষ্যুৎবারে, তাই দোলায়
সব জায়গায় আগমন তাঁর
লিসবনে হোক, লালগোলায়!
সোমবার দিন ফিরে যাওয়া, তাই
হাতি রেডি রাখা বাঞ্ছনীয়।
পুজোয় সকলে আনন্দে থেকো,
শুভেচ্ছা
আর আদর নিও।
_____
অমিতাভ প্রামাণিক
দেবী দুর্গা যে সিংহবাহিনী
এ কথা আমরা জানি সবাই।
মর্ত্যে আসেন ঘোটকে বা গজে,
রবি-সোমবারে আসা হলে তাঁর
চড়বেন তিনি একটি গজে।
সিঙ্গিমামাটি একলা একলা
পিছে পিছে আসে পদব্রজে।
শনি-মঙ্গলে ঘোড়ায় চড়েন
সিংহের কাঁধে চাপিয়ে ঝোলা!
বিষ্যুৎ-শুক্কুরে একই কেস,
আর যদি হয় বুধে আগমন
অথবা গমন, নৌকা তাঁর
বয়ে নিয়ে আসে, বয়ে নিয়ে যায়,
এইবার তিনি ল্যান্ড করবেন
বিষ্যুৎবারে, তাই দোলায়
সব জায়গায় আগমন তাঁর
লিসবনে হোক, লালগোলায়!
সোমবার দিন ফিরে যাওয়া, তাই
হাতি রেডি রাখা বাঞ্ছনীয়।
পুজোয় সকলে আনন্দে থেকো,
_____
ছবিঃ স্যমন্তক চট্টোপাধ্যায়
No comments:
Post a Comment