ছড়া-কবিতা:: ভূতের ভিতর সরষে - পরিমল চট্টোপাধ্যায়


ভূতের ভিতর সরষে
পরিমল চট্টোপাধ্যায়
 
সরষে মাঝে ভূত রয়েছে
ভূতের ভিতর সরষে।
ধরতে গেলেই পিছলে যাবি
কে আসবি আয় ধরসে।
 
সরষেজমি হলদে-সবুজ
বইছে হাওয়া আড়ে।
গঙ্গা নাইতে ভূতের মা সেই
ভোরের ট্রেনটি ধরে।
 
ভূতটি বলে, যাঁবো যাঁবো
মা নেয়নি সঙ্গে।
সরষেদানায় পেট পুরে তাই
নাচতে থাকে রঙ্গে।
 
ফেরত এসে ভূতের মায়ের
চক্ষু ছানাবড়া।
সরষেজমি গেছে চুরি
কেউ পড়েনি ধরা।
_____
ছবিঃ আন্তর্জাল

No comments:

Post a Comment