ছড়া-কবিতা:: হরিহর - শ্যামাচরণ কর্মকার


হরিহর
শ্যামাচরণ কর্মকার

হরিহর লোক ভালো সাতেপাঁচে থাকে না
কেউ কিছু বললেও গায়ে-টায়ে মাখে না।
বেঁটেখাটো, গোলগাল, রঙ আলকাতরা
বাড়ি তার কালনায়, পদবিটা সাঁতরা।

হরিহর খুব খায় খেতে ভালোবাসে সে
খায় আর গান গায়, খিক খিক হাসে সে।
ভুঁড়িখানা জব্বর কাজ সেটা দোলানো
মাঝে মাঝে চাই তার তাতে হাত বোলানো।

চুল নয়, টাক তার মাথা দেয় পাহারা
লোকে বলে টাক নয় মরুভূমি সাহারা।
টাক পেয়ে খুব খুশি নেই বেশ চুল তো
চুল সব পেকে গেলে কে যে বসে তুলত?

ভাগ্যিস চুল নেই! নেই তাই ঝক্কি
কাটবার হ্যাপা নেই, টাকটাই লক্ষ্মী।
জোছনায় ঝকমক, আলো দেয় আঁধারে
রাতে তাই বেরোলেও লাগে না তো ধাঁধা রে!

পুজো-টুজো এলে মোটে চাঁদা দিতে চায় না
বলে, কোনও দেবদেবী ফলমূল খায় না।
তবে কেন চাঁদা দেব? চাঁদা নিয়ে হবে কী?
তার মতো কেপ্পন আছে কেউ ভবে কি?

তাকে নিয়ে মশকরা কেউ মোটে করে না
কাটলেও টিপ্পনি তার মনে ধরে না।
সাতে নেই, পাঁচে নেই আছে বেশ একাটি
কালনায় যাও যদি পাবে তার দেখাটি!
_____
ছবিঃ সপ্তর্ষি চ্যাটার্জী

No comments:

Post a Comment