ছড়া-কবিতা:: খোকার আকাশপাড়ি - পঞ্চমী গোল


খোকার আকাশপাড়ি
পঞ্চমী গোল

ইচ্ছে খোকার আকাশটাকে দেবে সে আজ পাড়ি
বানিয়েছে আগে থেকেই সাধের রকেট গাড়ি
সেই গাড়িতে চড়ে খোকা মাকে আদর করে
ছাড়বে বাড়ি ছুটবে গাড়ি আকাশ পথটি ধরে।
 
তারার সাথে বলবে কথা খেলবে তাদের সাথে
এখন থেকে একটুও সে পাবে না ভয় রাতে।
রকেট চেপে এল খোকা মেঘ-তারাদের দেশে
স্বপনপুরের স্বপ্নরা সব মেঘমুলুকে মেশে।
 
মেঘের রানি ঘোমটাখানি সরায় আড়াল থেকে
চাঁদের বাড়ির ঠিকানাটি গিয়েছে সে রেখে
রকেট ছেড়ে খোকা হাঁটে চাঁদের মাঠের পরে
খানিক পরে পৌঁছালো সে চাঁদের বুড়ির ঘরে।
 
চাঁদ বুড়ি সে বললে হেসে দেখলে আকাশখানি?
সাহস তোমার আছে বুকে এই কথাটি মানি
এখন ফেরা মায়ের কাছে ফিরবে নিজের বাড়ি
মায়ের জন্য সঙ্গে নেবে মেঘ-তারা ফুল শাড়ি।
_____
ছবিঃ দ্বৈতা হাজরা গোস্বামী

No comments:

Post a Comment