ছড়া-কবিতা:: আম চোর - সৌরভ চাকী


আম চোর
সৌরভ চাকী
 
ছোটো ছোটো বন্ধুরা তোমাদের আজ
শোনাব গল্প এক ফেলে এসো কাজ।
আমাদের বাগানেতে ছিল কত গাছ
দুই বিঘা ধানিজমি পুকুরেতে মাছ।
সেইখানে আমগাছে ছিল এক বাসা
মৌমাছি বোলতা না, ভিমরুলে ঠাসা।
এবছর সে বাগানে গরমেতে কত
ফলেছিল আম-জাম লিচু আরও যত।
সেদিনটা পূর্ণিমা জোছনার রাত
ডিনারের ভোজ শেষে বিছানায় কাত।
মাঝরাতে চিৎকার হাঁউ-মাঁউ করে
গাছ থেকে ধুপ করে কেউ গেল পড়ে।
বাবা দাদু সকলের ঘুম গেল টুটে
বাতি, লাঠি নিয়ে গেল বাগানেতে ছুটে।
সেথা গিয়ে দেখি ব্যাটা পড়ে আম চোর
সারা দেহে ভিমরুল কামড়েছে ওর।
_____
ছবিঃ সম্বিতা

No comments:

Post a Comment