ছড়া-কবিতা:: আমার পুজো - সজল বন্দ্যোপাধ্যায়


আমার পুজো
সজল বন্দ্যোপাধ্যায়
 
হঠাৎ যদি কাশের বনে
লাগে পুজোর হাওয়া
জল ছপছপ দাঁড়টা বেয়ে
নদীর পাড়ে যাওয়া
 
কাশের বনে দুর্গা-অপুর
চলছে ছুটে চলা
বাজছে এখন বাদ্যি ঢাকের
পুজোর কথা বলা
 
শিউলিগুলো বিছিয়ে আছে
ঘাসের গালিচাতে
গাঁথব মালা শিউলিফুলের
কচি নরম হাতে।
 
নতুন জামা নতুন জুতো
শরৎ ভাসে মনে
কিন্তু কিছু দুঃখ আছে
জানাব কোন জনে!
 
ঝড়ের দাপট লোনা জলে
ভেসে গেছে ঘর
বাঁধের পাড়েই জীবন এখন
কে বা আপন-পর!
_____
ছবিঃ সুজাতা চ্যাটার্জী

No comments:

Post a Comment