ছড়া-কবিতা:: রাম রাবণ - দীপ মুখোপাধ্যায়


রাম রাবণ
দীপ মুখোপাধ্যায়

যেই না ওকে প্রশ্ন করা
মুখ শুকিয়ে আমসি তার
কাণ্ড দেখ সেই ছেলেটার
নাম শোনেনি রাম -সীতার।

গোদাবরীর পূর্বতটে
সত্যি ছিল ভর দূষণ?
দাপিয়ে ছিলেন জংলাবনে
শূর্পনখা খর -দুষণ?

এক জটায়ু পক্ষী সেদিন
ধমকে ছিলেন রাবণকে
ফল পাবি তুই করলি যখন
এই অপমান মা-বোনকে।

করতে পালন প্রতিজ্ঞা রাম
বলেন কেমন বাক্য সে?
রাম, লক্ষ্মণ, বানরসেনা
পিটিয়ে মারে রাক্ষসে?

কীসের জন্য বিখ্যাত আজ
লঙ্কাদেশের আমড়া বন
বাল্মীকি তাঁর রামায়ণে
ঠিক এঁকেছেন রাম-রাবণ?
_____
ছবিঃ নচিকেতা মাহাত

No comments:

Post a Comment