সম্পাদকীয়
ম্যাজিক ল্যাম্প এর প্রিয় বন্ধুরা,
সবাই ভালো তো? ভালো তো থাকতেই হবে, পুজো এসে গেল তাই না?
নীল আকাশ জুড়ে দুধ সাদা মেঘের আনাগোনা। তুমি বলবে কই? কোথায় নীল আকাশ? জানলা দিয়ে তাকালেই দেখি একরাশ কালো ধোঁয়া এসে আকাশ ঢেকে দিচ্ছে!
কিন্তু একবার চোখ বন্ধ করে দেখো তো, তোমার মনের মধ্যেই আছে সেই বিশাল নীল আকাশ, যেখানে তোমার কল্পনারা উড়ে বেড়ায়, তোমার স্বপ্নের মেঘেরা খেলা করে। আর আছে তোমার বন্ধু ম্যাজিক ল্যাম্প।
এত ম্যাগাজিন থাকতে আবার একটা নতুন ম্যাগাজিন?
তাতে ক্ষতি কি? তবে ম্যাজিক ল্যাম্প কিন্তু স্বাদে গন্ধে সবার থেকে আলাদা।
কী করে?
কারণ ম্যাজিক ল্যাম্প-এ তুমি শুধু মন মাতানো গল্প কবিতাই পাবে না, পাবে আরও আরও অনেক কিছু।
পাবে নতুন নতুন জায়গায় বেড়ানোর ভিডিও, ম্যাজিক ল্যাম্পের ভ্রমণ বিভাগ ম্যাজিক কার্পেট, তোমাদের এক নিমেষে উড়িয়ে নিয়ে যাবে দেশ বিদেশের নানা প্রান্তে। পরিচয় করিয়ে দেবে অচেনা সংস্কৃতি ও মানুষের সাথে।
ইতিহাস পড়তে অনেকেরই ভালো লাগে না… তাই তো? .. সেই ঘ্যানঘ্যান করে মুখস্থ করা। কিন্তু এখানে সেই ইতিহাসই ধরা দিয়েছে নতুন ভাবে, গল্পের ছলে, আছে হারানো শহরের কথা, যেখানে বড় হয়ে অভিযানে যেতেই হবে তোমাকে।
আছে চিত্র বিচিত্র বহুরূপী বিভাগ। ফুল, প্রজাপতি পাখি, পোকামাকড় এর নাম না জানা প্রজাতির সম্পর্কে নানা মজাদার তথ্য পেয়ে যাবে এখানে। ম্যাজিক ল্যাম্পের বহুরূপী টিম বনেবাদাড়ে ঘুরে অনেক পরিশ্রমে সেই সব ভিডিও তুলে এনেছে তোমাদের জন্যে।
আছে বিজ্ঞানের নানা জটিল প্রশ্নের সহজ সমাধান। এমন কিছু পরীক্ষা নিরীক্ষা, যা তোমরা নিজেও করে দেখতে পার।
কবিতা বিভাগ নিয়ে আসছে হারিয়ে যাওয়া কবির লড়াই আর মন মাতানো ছড়া।
গল্প বিভাগে মিলিয়ে মিশিয়ে ভূত, কল্পবিজ্ঞান, মানবিক, মজার সব রকমের গল্পই পাবে তোমরা, লিখছেন বর্তমানের জনপ্রিয় সাহিত্যিকরা। আছে দেশ বিদেশের অনুবাদ গল্প ও পৌরাণিক গল্প।
মগজাস্ত্র বিভাগে সমাধান কর জটিল ধাঁধার। দেখি কে কত বড় ডিটেকটিভ!
আরও আছে "চটপট চেটেপুটে"… থাকছে সহজ রেসিপি বানানোর ভিডিও, শেখাচ্ছে মহুয়া দি।
“হাওয়াকল” বিভাগে অঙ্কিতা দি শেখাচ্ছে সুন্দর হাতের কাজ, রয়েছে ভিডিও।
ভোজবাজি বিভাগে নতুন ম্যাজিক শেখাচ্ছেন ম্যাজিশিয়ান কাকু।
আর বায়স্কোপ-এ তোমাদের জন্যে থাকছে একটি পুরনো, একটি নতুন সিনেমার রিভিউ।
নতুন কী বই পড়বে? কেন পড়বে? সেই সব জানানোর জন্যে রয়েছে "গোল টেবিল"।
“একটু ভাবি” বিভাগে রয়েছে সেই সব দাদু ঠাকুমার কথা যাদের কথা আমরা ভুলে যাই, ফেলে আসি বৃদ্ধাশ্রমে অবহেলায়।
আর যারা বাংলা গল্প/ কবিতা পড়তে পারো না, বাংলা পড়তে অসুবিধে হয় কিন্তু গল্প শুনতে ইচ্ছে হয় তাদের কথা ভেবেই তৈরী হয়েছে গল্প ও কবিতার অডিও.. গল্প রেল ও শব্দ রেল।
কী? তাহলে? কত কিছু আছে, একবার ভাব দেখি? তবে ম্যাজিক ল্যাম্প-এর আসল ম্যাজিক কিন্তু তুমি। কারণ তোমার ভালবাসার ম্যাজিকেই অনেকদূর পথ যাব আমরা।
ও আমার নামটাই তো বলা হয়নি। আমি ম্যাজিক ল্যাম্পের ওয়েবজিন জিনি। তোমরা আমাকে জিনি বলেই ডেকো। ভালো থেক বন্ধুরা। অন্যদের ভালো রেখো। খুব খুব ভালো কাটুক তোমাদের পুজো।
ইতি,
জিনি
___________
ছবিঃ সম্বুদ্ধ বিশী
Subscribe to:
Posts (Atom)