বহুরূপী :: আমাদের কথা

আমাদের কথা


ম্যাজিক ল্যাম্প’-এর সব বিভাগের সঙ্গে সঙ্গে পৃথিবীতে প্রাণ এবং তার সংরক্ষণ বিষয়ক একটি বিভাগ থাকবে না, তাও কি সম্ভব? তাই বন্ধুরা আমাদের অতি প্রিয় এই নীল গ্রহের বুকে যেমন বহুরূপে, বহু রঙে প্রাণের সঞ্চার আমরা দেখতে পাই, তারই এক ঝলক নিয়ে এলাম তোমাদের কাছে এইবহুরূপীবিভাগে রঙিন এই বিভাগ ম্যাজিক ল্যাম্প-এর প্রতি সংখ্যাতেই নিজের রঙ বদলাবে ইচ্ছেমতন, পরিবেশের বন্ধু হয়ে ওঠার আন্তরিক তাগিদে তা বলে বন্ধুরা চমকে যেও না কিন্তু; এই বিভাগ আসলে তোমাদেরই চিরচেনা বন্ধুবহুরূপী

আর এবার নিজেরাই পাতা উল্টে, থুড়ি, মাউস ক্লিক করে দেখে ফেলো তো কারা কারা অপেক্ষা করে আছে তোমাদের জন্য!

সবাইকেবহুরূপীর তরফ থেকে উষ্ণ ভালোবাসা এবং রঙিন শরতী শুভেচ্ছা আবার দেখা হবে আগামী সংখ্যায়।।

টাটাআআআআআ,

স্বর্ণ
মণিমালা
শ্রেয়সী ।।

No comments:

Post a Comment