বহুরূপী :: তিতলির খাতা - স্বর্ণ চক্রবর্তী

তিতলির খাতা

স্বর্ণ চক্রবর্তী


ব্লু মরমন, ফটোঃ শ্রেয়সী চক্রবর্তী


উড়ে বেড়ানো রঙিন ফুলের মত পতঙ্গদের নাম প্রজাপতি এ কথা কে না জানে! কিন্তু আমাদের সবার যেমন পরিবার আছে, সেই পরিবারের চক্রবর্তী, সেন, মিত্র এমন সব নিজস্ব পদবী আছে আবার সেই সব পরিবারের আত্মীয়রা আছেন; ঠিক সেইরকম প্রজাপতিদের মধ্যেও নির্দিষ্ট পরিবার বা গোষ্ঠী (Group) আছে, সেই সব গোষ্ঠীর প্রজাপতিদের নির্দিষ্ট কিছু চিহ্ন এবং বৈশিষ্ট্যও আছে, যা দেখে তাদের আইডেন্টিফাই করা যায় তেমনি এক গোষ্ঠী হলপ্যাপিলিওনিডি”; আর এই প্যাপিলিওনিডি পরিবারের প্রজাপতিদের নিয়েই সেজে উঠেছে এইবারের তিতলির খাতা


কমন মাইম, ফটোঃ স্বর্ণ চক্রবর্তী


কমন রোজ, ফটোঃ স্বর্ণ চক্রবর্তী

প্যাপিলিওনিডি গোত্রের প্রজাপতিরা অসম্ভব উজ্জ্বল রং-বহুল, আর আকারেও সবচাইতে বড়। এদের ডানার মাপ কোনো কোনো ক্ষেত্রে ২৫০ মিলিমিটার পর্যন্তও হতে পারে। এদের পিছনের ডানায় সরু লেজের মত একটা বাড়তি অংশ থাকে, ঠিক সোয়ালো পাখির লেজের মত দেখতে, তাই এই প্যাপিলিওনিডি দলের আরেকটা নাম হল ‘সোয়ালো টেল’ সারা পৃথিবীতে এই প্রজাপতির সংখ্যা প্রায় ৭০০ মতো হলেও ভারতবর্ষে পাওয়া যায় এদের ১০৭টির মতো প্রজাতি, আর পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত ৩৯টি সোয়ালো টেল প্রজাতির প্রজাপতির সন্ধান মিলেছে। তাদের মধ্যে থেকেই কয়েকজন এসেছে আজ তোমাদের সঙ্গে আলাপ করতে। এইবারে তিতলির খাতা খুলে তাকিয়ে দেখো দেখি সোয়ালো টেল প্রজাপতিদের তোমার পড়ার টেবিলে উড়ে বেড়াতে দেখতে পাও কি না!


লাইম, ফটোঃ স্বর্ণ চক্রবর্তী


টেইলড জে, ফটোঃ স্বর্ণ চক্রবর্তী


বড় করে দেখতে হলে ছবিগুলোর ওপর ক্লিক করো।
___________

No comments:

Post a Comment