ভ্রমণ:: ছড়ায় ভ্রমণ: সুরজ কুণ্ড আন্তর্জাতিক শিল্প মেলা - দ্বৈতা হাজরা গোস্বামী

সুরজ কুণ্ড আন্তর্জাতিক শিল্প মেলা
(প্রতি বছর বসন্তকালে হরিয়ানার সুরজকুণ্ডে পয়লা থেকে ১৫ ই ফেব্রুয়ারীর মধ্যে অনুষ্ঠিত হয় এই বিখ্যাত শিল্প মেলা )


দ্বৈতা হাজরা গোস্বামী


লাল –কালো- নীল স্বপ্ন ঝুটো
দুই বেলা তার চাই দুমুঠো
 বাবার জুতো, ছেলের জুতো
খুঁজলে পাবে বাঘের দুধ ও
 আকাশে যেন ফুটেছে ফুল
কৃষ্ণচূড়া ,পলাশ, বকুল
 আমারও আজ মজা দারুণ
কিনব জিনিস নতুন নতুন
 ভগবানও আছেন হেথা
গণপতি সিদ্ধিদাতা
 মন্ডা, মিঠাই যা খুশি খাও
মণিপুরী নাচ দেখে যাও
 ছৌ নাচছেন চার দেবতা 
 মর্ত্যে এলেন দুর্গামাতা
 অসুর বধের পালা শেষ
একসাথে সব লাগলো বেশ
 নয়টি বেড়াল ফ্রম কাশ্মীর
বেড়াতে এসেছে যমুনার তীর
 রঙ্গীন কাপের সমুদ্দুরে
হারিয়ে গেছি অচিনপুরে
গুপী বাঘার জুতোও পাবে
দূরে? কাছে? কোথায় যাবে?
 পুতুল গুলো ছড়ায় গানে
বলল গল্প রাজস্থানের
 বাজার ভর্তি হাজার জিনিস
ওরও তো চায় , পুতুল বেলুন লাট্টু ঘুড়ি, হাওয়ার মিঠাই

আমিও তাই আমার খুশি উজাড় করে
আজ দিতে চাই ছোট্ট মেয়ের আঁচল ভরে
________________

No comments:

Post a Comment