ছড়া-কবিতা:: প্রজাপতির খোকা:: সপ্তর্ষি চ্যাটার্জী

প্রজাপতির খোকা

সপ্তর্ষি চ্যাটার্জী


গোলাপফুলের পাতায় বসে একটা শুঁয়োপোকা
ডাকলে ‘পোকা’ রাগ করে সে – প্রজাপতির খোকা!
“নাই বা আছে রঙ বাহারি দুই খানি মোর ডানা
নাই বা পারি ধরতে উড়ে মস্ত আকাশ খানা,
খাচ্ছি পাতা এই বাগানে ফুর্তি করে বেশ,
কদিন পরেই দেখবে আমার অবাক করা বেশ।
তখন তো আর ওমনি করে সিঁটকোবে না নাক?
বলবে – ‘আমার ফুল বাগিচায় সারাটি দিন থাক!’
 চাইবে এসব সত্যি জানি, একটু সবুর করো,
  চোখ ধাঁধিয়ে মন রাঙ্গাতে হপ্তা কয়েক আরো!” 


ছবি -দ্বৈতা 

No comments:

Post a Comment