তির্যক
লীলা রায়
এখানে যে পাখিটাকে তোমরা ডাকতে দেখছ, তার বাংলা নাম হল “ফটিকজল”। আর সারা বিশ্বের মানুষ একে চেনে “কমন ইয়োরা” (Common iora) নামে। আর এই যে হলুদ ছোট্ট পাখিটা পাখা ছড়িয়ে, পালক ফুলিয়ে ঠোঁট দিয়ে নিজেকে পরিচ্ছন্ন করে তুলছে, এই কাজটার পোষাকি নাম হল প্রিনিং।। তোমাদের জন্য এই সুন্দর ভিডিয়োটি বানিয়ে দিয়েছেন আমাদের সবার প্রিয়, গুণী মানুষ, লীলাদি, যাঁর পরিচয় পরিচিতি-পত্রের তালিকা খুঁজলে সহজেই পেয়ে যাবে তোমরা।।
তোমরাও পারো এরকম ভিডিও বা ছবি তুলে আমাদের দফতরে পাঠাতে। পাঠাবে নাকি?
_______

No comments:
Post a Comment