শরতের জলছবি
রাখী নাথ (কর্মকার)
ফল ফোলিয়েজ বা ‘পাতাঝরার’ ফিনোমেনন আসলে পর্ণমোচী বৃক্ষের একটি অনন্যসাধারণ বৈশিষ্ট্য। সাধারণত দক্ষিণ গোলার্ধে এপ্রিল থেকে মে মাসে আর উত্তর গোলার্ধে অক্টোবর মাসে সুন্দরী প্রকৃতির এই খেলা দেখা যায়। অবাক চোখে চেয়ে দেখো - শরতঅবকাশে সবুজ পাতার দল নিমেষে বদলে গিয়েছে - লাল, হলুদ, বেগুনি, কমলা, গোলাপী, ম্যাজেন্টা এবং বাদামী ইত্যাদি বিভিন্ন বর্ণের শেডে। এসো দেখি, আজ সেই রঙের উজ্জ্বলতায় আমরা ভরিয়ে তুলি আমাদের রোজনামচার একঘেঁয়েমি!
১। হিমেল ভোরে কে রাঙ্গাল সবুজ পাতার ঝাঁক
আয়রে খুঁজি রঙ্গের প্যালেট, বইখাতা দূর থাক!
২। সবুজআড়াল ক্যারোটিনস আর জ্যান্থোফিলের মুখ -
ঐ খুলেছে মুখোশ তাদের - লাল-হলুদের সুখ!
৩। লাল অ্যান্থোসায়ানিনের দেমাক দেখো ভারী!
সবুজ মুছে রঙ চাপাল লাল পাতার ঐ সারি।
৪। সুগার ম্যাপল কমলা লালে খুব সেজেছে আজ।
চোখে আগুন রঙের বাহার, ভুলেছি সব কাজ!
হাওয়ায় ভাসে প্রজাপতি লক্ষ ডানা মেলে।
৬। চুপ চুপ! ঐ জলের নীলে কে গুলেছে রঙ
শরতহোলি-আজ প্রকৃতি সাজল এমন সং!
৭। ইচ্ছেঘুড়ি চায় হতে আজ রঙিন পাতার দল,
৮। পাতার বুকে ঠিকরে ওঠা রোদ্দুর ঝলমল!
৯। যেই বাতাসে শিরশিরে ভাব, অমনি গাছের দল
১০। পাতাঝরার উৎসবেতে হল যে উচ্ছল!
১১। পাতায় ফোটে ফুলের হাসি – অবাক চোখে চাও -
১২। হলুদ-রাঙ্গা গাছের পাতায় সবুজ আজ উধাও
১৩। আজ প্রকৃতির শিল্পীতুলি রাঙ্গাল চারদিক,
পাতার ঐ রান্নাঘর আজ আহ্লাদে ঝিকমিক!
১৪। আয় রে খুঁজি ঝরাপাতায় নতুন প্রাণের সুর
রঙের নেশায় মন মজেছে, রাঙ্গাই স্বপনপুর!
--------
rakhi re amr bandhu toke r ki boli bol khub khub sundar..excellent..atulonio!!!jmon tor aaka tamon tor lekha!!!👌👌👌👌
ReplyDeleteasadharan chobi gulo..
ReplyDelete