ছুটির গন্ধ
শ্যামাচরণ কর্মকার
মেঘের গায়ে ছুটির গন্ধ
খুব খুশি তার মনে
আকাশ নীলে মেলল পাখা
আজ কে বারণ শোনে?
উরুৎ ফুড়ুৎ উড়ল পাখি
উড়িয়ে দিয়ে ডানা
দিক-বিদিকে ছুটির গন্ধ
কে শোনে আজ মানা?
কাশের বনে হিমেল বাতাস
খেয়েই লুটোপাটি
বলল- ও কাশ, ফুল, পাতা, ঘাস
আজ ছুটি ভাই ছুটি।
ছুটির গন্ধে গান ছড়াল
মৌমাছি ফুলবনে
শুনছে সে গান পদ্ম, শালুক
শিউলিরা একমনে।
ছুটির গন্ধ অমনি তখন
পুজোর গন্ধে মেশে
গন্ধ ছড়ায় কুমোরপাড়ায়
দুর্গা ওঠে হেসে।
ছুটির গন্ধে, পুজোর গন্ধে
ভাসল শহর-গাঁ
ছুটি -ছুটি পুজোর ছুটি
মণ্ডপে তে পা।
_____
No comments:
Post a Comment