ছড়া-কবিতা:: বছর নামচা - ঋতজিৎ মজুমদার

বছর নামচা

ঋতজি মজুমদার


জানুয়ারী ফেব্রুয়ারী - বছর হল শুরু,
পরীক্ষার কথায় বুক করে দুরুদুরু।
মার্চ এপ্রিল – বসন্তকাল, দোলের মজা হবে,
পরীক্ষার কথাটিও মনের ভিতর রবে।
মে জুন – ছুটি এখন, খেলা আর খেলা,
ইস্কুলটা খুললে পরেই পড়াশুনার মেলা।
জুলাই আগস্ট – সাবধান, হাফ-ইয়ার্লি কাছে,
পুজোর কথা মনে হতেই আনন্দে বুক নাচে।
সেপ্টেম্বর অক্টোবরে পুজো এসে গেলো,
বাঁধনছাড়া আনন্দ তাই, খাও দাও আর খেলো।
নভেম্বর ডিসেম্বর – বছর হলো শেষ,
একটু কোথাও বেড়িয়ে এলে জমবে ভালো বেশ।।

________

2 comments: