ছড়া-কবিতা:: ম্যাজিক ল্যাম্প:: দ্বৈতা হাজরা গোস্বামী


ম্যাজিক ল্যাম্প

দ্বৈতা হাজরা গোস্বামী


পড়ার ম্যাজিক, খেলার ম্যাজিক
মনের মতো ইচ্ছে ম্যাজিক
মেঘ মুলুকে বৃষ্টি হয়ে
রামধনু রঙ ঝরছে ম্যাজিক
সবার মুখে একটি নাম
"ম্যাজিক ল্যাম্প, ম্যাজিক ল্যাম্প"

দেশ বিদেশে ঘোরার ম্যাজিক
জাদু- মাদুর চড়ার ম্যাজিক
পাখির ডানায় ওড়ার ম্যাজিক
সবার মনে একটি নাম
"ম্যাজিক ল্যাম্প, ম্যজিক ল্যাম্প"

সবুজ ফড়িং , নীল জোনাকি
অবাক ছেলে দেখছ না কি?
শিশির ধোয়া ভোরের বেলা
স্বপ্ন শহর আঁকছ নাকি?
আঙ্গুল ছুঁয়ে আঁকার ম্যাজিক
শুধুই ভালো থাকার ম্যাজিক
সবার কাছে একটি নাম
"ম্যাজিক ল্যাম্প, ম্যাজিক ল্যাম্প"

রাস্তাঘাটে কাগজ কুড়োয়
ছোট্টবেলা এমনি ফুরোয়
ভাতের হোটেল, বাসন ধুয়ে,
সিঁড়ির নীচে পড়ছে শুয়ে
অন্ধকারে, গুমটি ঘরে
ইচ্ছে গুলো শুকিয়ে মরে
ওদের দেবে খুশির খাম?
ম্যাজিক ল্যাম্প? ম্যাজিক ল্যাম্প?

সত্যি করে আনবে ম্যাজিক?
সবাই তবে মানবে ম্যাজিক
সবার সেরা একটি নাম
“ম্যাজিক ল্যাম্প, ম্যাজিক ল্যাম্প”


____

2 comments:

  1. পুরোন সেই ম্যাজিক দুপুর,
    ভেসে যেত এক আনমনা সুর।
    স্মৃতির ভাঁড়ারে অনেক নাম ...
    ম্যাজিক ল্যাম্প, ম্যাজিক ল্যাম্প।
    --- ভাল লাগল। ছোটবেলার ছড়া – ছবির সেই আশ্চর্য জগতটা ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ জানাই।

    ReplyDelete
  2. হৃদয় মাঝে তুবড়ি বাজি,
    ফুলঝুড়ি সব ফুটছে আজই,
    মনের যত শুকোক ড্যাম্প
    ম্যাজিক ল্যাম্প, ম্যাজিক ল্যাম্প!

    শাবাস দ্বৈতা গোস্বামী!!!

    ReplyDelete