ছড়া-কবিতা:: মা ও মেয়ে - সঙ্গীতা দাশগুপ্ত রায়


মা মেয়ে

সঙ্গীতা দাশগুপ্ত রায়

পরী মা' পরী মেয়ে মেঘেদের দেশে
সারাদিন খুনসুটি করে হেসে হেসে
কভু আঁকে লাল ফুল কভু আঁকে ঝড়
কখনো বা আলো দিয়ে আঁকে খেলাঘর
ছোট হাতে ছোট তুলি, আঁচড়ের টানে
পরী খুকু আকাশেতে রামধনু আনে
প্রজাপতি এক ডুবে সাঁতরায় তাতে
দুই ডানা জুড়ে রং মেখে নেয় সাথে
সূয্যি যদি বা রেগে ভুরু কোঁচকায়
পরী হাসে মিঠি হাসি, কপট তাকায়
গোধূলির আলো বলে কাছে আয়, শোন
পরী গায় আশাবরী, বেসুরে আপন
সাঁঝ নামে মা' ডাকে "ওলো পরী... কই!
পরী বলে "মাগো আমি তোর বুকে রই।"
__________

ছবি - দ্বৈতা গোস্বামী

2 comments:

  1. ছোটোবেলার ছড়ার বই পরার কথা মনে পড়ল... :)

    ReplyDelete
  2. খুব মিষ্টি । কবি কে অনেক শুভেচ্ছা ।

    ReplyDelete