বহুরূপী :: ছড়িয়ে ছিটিয়ে (ধাঁধা) - মণিমালা চক্রবর্তী

ধাঁধা

ছড়িয়ে ছিটিয়ে !!

মণিমালা চক্রবর্তী

বলো তো দেখি এঁরা কারা?

সাদা-কালো গোলগাল চীনদেশে খোঁজ্ রে,
    কচি বাঁশপাতা পেলে জমে তার ভোজ রে।

২। ধিতাং ধিতাং ধিং         আমার একটা মোটে শিং ।
    চামড়া মোটা  আমার     শখ নেইকো পুজোর জামার।
    গাছ-পাতা খাই ঘাস      আমার কাজিরাঙ্গায়  বাস।

৩।  পাহাড় ঘেরা শান্ত হ্রদের জল,
   ঘন সবুজ 'ফুমডি' ভাসে তায়।
   কপালে শিং , পায়ে নাচের তাল,
   চলতে গিয়ে পেছন ফিরে চায়।। 

পারবে নিশ্চয়ই!! না পারলে উত্তর দেখে নাও এখানে ক্লিক করে
________

No comments:

Post a Comment