ছড়া-কবিতা:: সোনারাঙা সকাল - দীপেন্দু মন্ডল


সোনারাঙা সকাল
দীপেন্দু মন্ডল
 
সকালগুলো তেমন আছে, যেমন ছিল আগে
পাখির সুরও একই আছে, গানের অনুরাগে
শিউলি তলায় ফুলের রাশি, কুড়োয় পুপু, টুকু
সব মিলিয়ে ভাগ করে নিই আনন্দ যত্টুকু
 
চোখ রাঙাচ্ছে করোনাসুর, হয়েছে গা-সওয়া
আমরা জানি পালটাবে তা এই শরতের হাওয়া
দুগ্গা মায়ের ত্রিশূল আছে, আছে দশটি হাত
তার সঙ্গে যুদ্ধে কোভিড হবেই কুপোকাত
 
সেই যুদ্ধে আমরা মায়ের দুরন্ত সৈনিক
নিয়মকানুন করব পালন নিশ্চিত দৈনিক
স্যানিটাইজার, মুখাবরণ, দূরত্বকে মেনে
করোনাকে দূর করব কঠোর আঘাত হেনে
 
আবার পাব তেমন সকাল, মুক্ত মিঠে আলোর
অন্ধকারকে সরিয়ে দিয়ে ভাসবে সোনা-ঝালর
নদীর ধারে মাছ ধরব, কাটব মাঠে ঘুড়ি
তুমিও আমার সঙ্গী যখন নীলাকাশে উড়ি
_____
ছবিঃ রাজা আক্তার

No comments:

Post a Comment