হুঁশিয়ারি
সন্দীপ মণ্ডল
ব্যাঙডুবি গ্ৰাম, সেথায় থাকে মস্ত কোলা ব্যাঙ
সকাল-সন্ধ্যা বিকট স্বরে ডাকে গ্যাঙর-গ্যাঙ।
ডোবার ধারে কচুবনে ছোট্ট যে তার বাসা
নদীর পাড়ে ঘরটি বাঁধার মনে বড়োই আশা।
থপথপিয়ে ব্যাঙ মহাশয় গেল নদীর ধারে
বক বাবাজি বসে সেথায় ছিল চুপিসারে।
বককে দেখে পেছন ফিরে পালাতে যায় ব্যাঙ
খপাৎ করে মুখে পোরে ব্যাঙের দুটি ঠ্যাং।
মাথা ঝোলে কোলা ব্যাঙের, ঝোলে দুটি হাত
বকের গলা চেপে ধরে এরপর সে হঠাৎ।
ব্যথা পেয়ে বক বাবাজি মুখটি খোলে -- আঃ
লাফিয়ে নেমে দৌড়ে পালায় কোলা ব্যাঙের ছা।
কচুবনে ফিরে সে ব্যাঙ মনে মনে ভাবে
পড়াশুনা করেই তবে বাহির পানে যাবে।
দেশ দুনিয়ায় হরেক রকম মজা বিপদ ভারী
পড়ে শুনে বুঝে তবেই বাড়ে হুঁশিয়ারি।
_____
সন্দীপ মণ্ডল
সকাল-সন্ধ্যা বিকট স্বরে ডাকে গ্যাঙর-গ্যাঙ।
নদীর পাড়ে ঘরটি বাঁধার মনে বড়োই আশা।
বক বাবাজি বসে সেথায় ছিল চুপিসারে।
খপাৎ করে মুখে পোরে ব্যাঙের দুটি ঠ্যাং।
বকের গলা চেপে ধরে এরপর সে হঠাৎ।
লাফিয়ে নেমে দৌড়ে পালায় কোলা ব্যাঙের ছা।
পড়াশুনা করেই তবে বাহির পানে যাবে।
পড়ে শুনে বুঝে তবেই বাড়ে হুঁশিয়ারি।
_____
ছবিঃ আন্তর্জাল
সম্পাদিত।
ReplyDelete