ছড়া-কবিতা:: দুটি ছড়া - হরিৎ বন্দ্যোপাধ্যায়

দুটি ছড়া
হরিৎ বন্দ্যোপাধ্যায়
 

১ ।। পুজোর দিনে
 
সারা বছর অপেক্ষাতে
পুজোর চারটে দিন
প্রাণখুলে খুব করব খেলা
ধিনতা ধিনা ধিন্
 
চাইব আমরা চার দিনেতে
মিষ্টি রোদের খেলা
নতুন জামায় আমরা সবাই
ঘুরব সারাবেলা
 
সকাল থেকেই মেঘ আর মেঘ
আকাশ মুখে ভারি
একেবারেই চাই না এসব
মেঘের সাথে আড়ি
 
চকচকে আর মিষ্টি রোদে
শিউলি কাশের মেলা
নীল আকাশে সাদা মেঘের
ভাসিয়ে দেব ভেলা
_____
ছবিঃ সম্বিতা


২।। বর্ষাদিনে
 
আকাশ জুড়ে ছড়িয়ে দিলাম
কাজল কালো মেঘ
একটু পরেই নামবে বৃষ্টি
বাড়বে ঝড়ের বেগ
 
সারাটা দিন ঝিমঝিমিয়ে
বৃষ্টি ঝরে পড়
রেনি ডে তাই খোকাখুকুর
বন্ধ স্কুলের ঘর
 
দাও চাপিয়ে খিচুড়ি আর
সঙ্গে ইলিশ মাছ
বর্ষাদিনে বৃষ্টিগানে
মুখর বাড়ি আজ
_____
ছবিঃ নচিকেতা মাহাত

No comments:

Post a Comment