ছড়া-কবিতা:: আসছে উমা - শাম্ব চ্যাটার্জী


আসছে উমা
শাম্ব চ্যাটার্জী
 
ǁǁ
আকাশ জোড়া পেঁজা তুলোয় ভাসছে সবার মন—
আসছে উমা, আনল খবর মেঘের ডাকপিওন
মেঘের চিঠি মিষ্টি ভারি,
লটোমুখো দাও না পাড়ি...
আখর আঁকে ছোটোবেলা, ডাকছে যে কাশবন।
 
ǁǁ
মহালয়ার দরাজ তানে ঘুমভাঙা ভোরবেলা
ঘাসবিছানায় হাই তোলে ওই শিউলি ফুলের মেলা।
আমার আমি নেই আমিতে,
শিশিরমাখা স্বপ্ন ছুঁতে...
চক্ষুদানের পরশ নিয়ে আগমনীর পালা।
 
ǁǁ
এরপরেতে মন আনচান, কানটি পেতে রই-
ঘণ্টি বাজে কাগজকাকুর সঙ্গে আছে বই।
হাতে নিয়েও মনেতে ভয়,
পরীক্ষাটা শেষ হলে হয়...
বাবা বলেন, “আর কটা দিন-তারপরে হইচই।”
 
ǁǁ
পরীক্ষাটা যেই হল শেষ মনটা উড়ুউড়ু—
নতুন জামা, ক্যাপ-বন্দুক বায়না হল শুরু।
এই কটা দিন বড়োই স্বাধীন,
তবুও বলে মনের গহিন...
এই বুঝি মা বিদায় নিল, বুকটা দুরু দুরু।
 
ǁǁ
এবার নাকি অন্য পুজো, সবার যে মন ভার—
লকডাউনে বন্দি ঘরে ছটফটানিই সার।
ফন্দি জবর মাথায় এল,
কোভিড আচ্ছা জব্দ হল...
উমা লাইভ এবার অ্যাপে, ঘরেই বোধন তাঁর।
_____
ছবিঃ নচিকেতা মাহাত

No comments:

Post a Comment