আসছে উমা
শাম্ব চ্যাটার্জী
ǁ১ǁ
আকাশ জোড়া পেঁজা তুলোয় ভাসছে সবার মন—
আসছে উমা, আনল খবর মেঘের ডাকপিওন।
মেঘের চিঠি মিষ্টি ভারি,
উলটোমুখো দাও না পাড়ি...
আখর আঁকে ছোটোবেলা,
ডাকছে যে কাশবন।
ǁ২ǁ
মহালয়ার দরাজ তানে ঘুমভাঙা ভোরবেলা—
ঘাসবিছানায় হাই তোলে ওই শিউলি ফুলের মেলা।
আমার আমি নেই আমিতে,
শিশিরমাখা স্বপ্ন ছুঁতে...
চক্ষুদানের পরশ নিয়ে আগমনীর পালা।
ǁ৩ǁ
এরপরেতে মন আনচান, কানটি পেতে রই—-
ঘণ্টি বাজে কাগজকাকুর সঙ্গে আছে বই।
হাতে নিয়েও মনেতে ভয়,
পরীক্ষাটা শেষ হলে হয়...
বাবা বলেন, “আর কটা দিন—-তারপরে হইচই।”
ǁ৪ǁ
পরীক্ষাটা যেই হল শেষ মনটা উড়ুউড়ু—
নতুন জামা, ক্যাপ-বন্দুক বায়না হল শুরু।
এই ক’টা দিন বড়োই স্বাধীন,
তবুও বলে মনের গহিন...
এই বুঝি মা বিদায় নিল, বুকটা দুরু দুরু।
ǁ৫ǁ
এবার নাকি অন্য পুজো, সবার যে মন ভার—
লকডাউনে বন্দি ঘরে ছটফটানিই সার।
ফন্দি জবর মাথায় এল,
কোভিড আচ্ছা জব্দ হল...
উমা লাইভ এবার অ্যাপে, ঘরেই বোধন তাঁর।
_____
শাম্ব চ্যাটার্জী
আকাশ জোড়া পেঁজা তুলোয় ভাসছে সবার মন—
আসছে উমা, আনল খবর মেঘের ডাকপিওন।
মেঘের চিঠি মিষ্টি ভারি,
উলটোমুখো দাও না পাড়ি...
মহালয়ার দরাজ তানে ঘুমভাঙা ভোরবেলা—
ঘাসবিছানায় হাই তোলে ওই শিউলি ফুলের মেলা।
আমার আমি নেই আমিতে,
শিশিরমাখা স্বপ্ন ছুঁতে...
চক্ষুদানের পরশ নিয়ে আগমনীর পালা।
এরপরেতে মন আনচান, কানটি পেতে রই—-
হাতে নিয়েও মনেতে ভয়,
পরীক্ষাটা শেষ হলে হয়...
বাবা বলেন, “আর কটা দিন—-তারপরে হইচই।”
পরীক্ষাটা যেই হল শেষ মনটা উড়ুউড়ু—
নতুন জামা, ক্যাপ-বন্দুক বায়না হল শুরু।
এই ক’টা দিন বড়োই স্বাধীন,
এই বুঝি মা বিদায় নিল, বুকটা দুরু দুরু।
এবার নাকি অন্য পুজো, সবার যে মন ভার—
লকডাউনে বন্দি ঘরে ছটফটানিই সার।
ফন্দি জবর মাথায় এল,
কোভিড আচ্ছা জব্দ হল...
উমা লাইভ এবার অ্যাপে, ঘরেই বোধন তাঁর।
_____
ছবিঃ নচিকেতা মাহাত
No comments:
Post a Comment