ছড়া-কবিতা:: রঙিন মাছ - দেবীস্মিতা দেব


রঙিন মাছ
দেবীস্মিতা দেব
 
পুকুরেতে জাল ফেলে মাছ ধরে জেলেরা
তাই দেখে খুশি খুব ছোটো ছোটো ছেলেরা।
মাছগুলো দেয় লাফ এ ওর ঘাড়েতে
সেই দেখে কাটে বেলা পুকুরের পাড়েতে।
 
তারই মাঝে ছোটাছুটি, লুকোচুরি খেলা খুব
মাছগুলো থেকে থেকে মাথা তুলে দেয় ডুব।
তোলা হবে মাছ তাই জড়ো হল পড়শি
টুকুবাবু নিয়ে এল ইয়াব্বড়ো বঁড়শি।
 
টুকু হল তুতুলের মাসতুতো সেজো ভাই
বয়সটা খুবই কম, পড়াশোনা কিছু নাই
দেখে তাকে সব্বাই হেসে হয় খান খান
টুকুবাবু এইভাবে দুষ্টুমি করে যান।
 
সোনাঝরা রোদ্দুরে জল করে ঝিকমিক
জালে ভরে মাছ তোলা এইবারে হবে ঠিক।
জেলে সব জালটাকে ধীরে ধীরে দেয় টান
টুকু পাড়ে বসে শুধু একমনে গায় গান।
 
বাকি সব পুকুরের দিকে থাকে তাকিয়ে
জেলেকাকু খুব করে মাথা তার ঝাঁকিয়ে
‘হেঁইয়ো’ বলেই টান দিল যেই জালেতে
হাসি খেলে গেল বুঝি সকলের গালেতে।
 
উঠে এল একঝাঁক রুপোলি রঙের মাছ
তাই দেখে খুশি হয়ে টুকু শুধু করে নাচ।
তারই মাঝে ছিল মাছ, ছোটো ও রঙিন গা
জেলেকাকু ডেকে বলে, ‘টুকু তুই নিয়ে যা।’
_____
ছবিঃ শ্রীময়ী

No comments:

Post a Comment