ছড়া-কবিতা:: ছড়া মানে কী? - জয়িতা সেনগুপ্ত


ছড়া মানে কী?
জয়িতা সেনগুপ্ত
 
ছড়া মানে নেই তো বাধা, নেই তো লাইন গোনা,
আছে শুধু, মনের মাঝে কল্পনা জাল বোনা।
ছড়া মানেই, যেতে হবে ক্ষীর নদীর কূলে,
ছড়া মানেই, লক্ষ রাখা ছিপ্‌ নেবে কোন চিলে?
ছড়া মানে, শিশির ভেজা সদ্য গাছের ছায়া,
ছড়া মানে, প্রজাপতির দুটি ডানার মায়া!
ছড়ার এত নতুন মানে, সবাই জানে কি?
এরপরে কি বলবে আমায়, ছড়া মানে কী?
_____
ছবিঃ আন্তর্জাল

No comments:

Post a Comment