ম্যাজিক ল্যাম্পের প্রিয় বন্ধুরা,
পুজো তো এসে গেল। যদিও এবারের পুজোটা একেবারেই আলাদা। নীল আকাশে পেঁজা মেঘ থাকলেও, সোনা রোদ্দুরের হাতছানি থাকলেও বাইরে যাওয়া মানা। বন্ধুদের সঙ্গে দেখা করারও উপায় নেই। কিন্তু ম্যাজিক ল্যাম্প শারদ সংখ্যা তোমাদের সঙ্গে আছে এই ঘরবন্দি দিনগুলোর সঙ্গী হয়ে। পুজোর আমেজে তোমাদের ভরিয়ে তুলতে। সেরার সেরা লেখাগুলো নিয়ে প্রতিবারের মতো এবারেও উপস্থিত সে।
লেখক তালিকায় চোখ বোলালেই বুঝতে পারবে। প্রথিতযশা সাহিত্যিকদের কে নেই সেখানে? সুজন দাশগুপ্ত, দেবজ্যোতি ভট্টাচার্য, অভিজ্ঞান রায়চৌধুরী, সৈকত মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, জয়দীপ চক্রবর্তী, চুমকি চট্টোপাধ্যায়...
সকলেই এবারে প্রিয় ম্যাজিক ল্যাম্পের জন্য কলম ধরেছেন, যাতে তোমাদের মনে দুঃখের লেশমাত্র না থাকে। আর শিল্পীদের আঁকা চমৎকার সব ছবিতে সেজে উঠেছে ম্যাজিক ল্যাম্প। রয়েছে কৌশিক মজুমদারের একটি অসাধারণ দীর্ঘ প্রবন্ধ; চার-চারটে অনুবাদ গল্প; দীপ মুখোপাধ্যায়, বিনায়ক বন্দ্যোপাধ্যায় প্রমুখ কবিদের কলম থেকে ছড়া। অধ্যাপিকা মৌ দাশগুপ্ত শব্দের ম্যাজিক বিভাগে তুলে ধরেছেন শব্দ খোঁড়ার মজা।
এঁরা সবাই তোমাদের জন্য তুলে দিয়েছেন ভালোবাসার উপহার। আমরা তো জানি তোমাদের মন কেমনের কথা।
তাই শিগগির ম্যাজিক ল্যাম্প পড়ে ফেল আর আমাদের অবশ্যই জানাও।
অনেক শুভেচ্ছা রইল। খুব সাবধানে থেকো বন্ধুরা।
ইতি,
জিনি দিদি
_____
ছবিঃ দ্বৈতা হাজরা গোস্বামী
কি মিষ্টি লেখা জিনিদিদির। ছবিটাও খুব সুন্দর
ReplyDelete