ছড়া-কবিতা:: আগমনি - বিনায়ক বন্দ্যোপাধ্যায়


আগমনি
বিনায়ক বন্দ্যোপাধ্যায়
 
জানলা বন্ধ, দরজা বন্ধ মা কীভাবে আসে?
সে ভাবনাটা ভেবো না, মা তোমায় ভালোবাসে
ভালোবাসে শিউলি ফুল আর কাশের দোলাচল
যখন মেঘের মধ্যে থেকে হারিয়ে গিয়ে জল
ভরেছে সব নদী নালা এবং পুকুরগুলো
শরত ঋতুর মধ্যে দিয়ে মা তোমাকেই ছুঁল
সেই ছোঁয়াটাই থাকবে গায়ে, মা থাকবেন মনে
বন্দি যদি হয়েও থাকি বারান্দার এক কোণে
বোধনের ওই ঢাকের আওয়াজ সারিয়ে দেবে জ্বর
মণ্ডপ হয়ে উঠবে সেজে সক্কলের অন্তর
_____
ছবিঃ শ্রীময়ী

No comments:

Post a Comment