মায়ের
কাছে ফেরা
টুম্পা
মিত্র সরকার
সকাল
থেকে সারা দুপুর
ঝরছ
কেবল টাপুর টুপুর
ভাবছটা
কী?
বান
ডাকাবে?
তবেই
যাবে ফিরে নিজের ঘাঁটি?
সারাটা
দিন খেলার পরে
ফিরবে
যখন নিজের ঘরে
মা
যে তোমায় রেগে
বলবে
জানি, ‘বাউন্ডুলে
কোথায়
ছিলি এতক্ষণ এই
নাওয়া
খাওয়া ভুলে?’
শঙ্কাতে
উদ্বেগে৷
তার’চে
ভালো এই অবেলায়
অস্তরাগে
রঙের মেলায়
বিহুর
পরব দেখে
যাও
ফিরে যাও নিজের ঘরে
দুধসাদা
রঙ মেখে৷
যাওয়ার
পথে রাতবিরেতে
চাঁদ-লুকানো
ধানের খেতে
দেখবে
জোনাক-আলো
সেই
আলোতে পথ পেরিয়ে
হাওয়ারই
গান সঙ্গে নিয়ে
ঘুচবে
যতেক কালো৷
ঠিক
তখনই আতায় পাতায়
ভাব
জমিয়ে এক কবিতায়
সে
কোন্ বাউলকবি...
সুরের
ঢেউয়ে ভুবন জুড়ে
রক্তরবির
আলোকপুরে
গান
লেখে ভৈরবী৷
সে
গানখানি সৃষ্টিসুখে
ফুল
পাখি আর নদীর বুকে
থামলে
অকস্মাৎ
দেখবে
মা ঠিক দাঁড়িয়ে আছে
বাড়িয়ে
দুটি হাত৷
_____
ছবিঃ সম্বিতা
No comments:
Post a Comment