খুকুর পুতুল
সমীরণ সরকার
আমার একটা পুতুল আছে
নাম দিয়েছি আয়না,
আমার সাথে যখন তখন
নিত্যি নতুন বায়না।
সকালবেলায় ঘুম ভাঙে না
ডাকলে পরেই গোঁসা,
গুনে গুনে তিন হামিতে
মেজাজটা হয় খাসা।
দুপুরবেলা মাছ খাবে না
এক জোড়া ডিম চাই,
পেটের অসুখ হলে পরে
বলুন কোথায় যাই?
সন্ধ্যাবেলা গরম লুচি
সঙ্গে মিহিদানা,
সাজিয়ে দিলেই মেজাজ খুশি
আহ্লাদে আটখানা।
আয়না যতই বায়না করুক
রাগ করি না আমি,
মুখ গোমড়া করলে পরেই
ও দিয়ে দেয় হামি।
_____
সমীরণ সরকার
নাম দিয়েছি আয়না,
নিত্যি নতুন বায়না।
সকালবেলায় ঘুম ভাঙে না
ডাকলে পরেই গোঁসা,
মেজাজটা হয় খাসা।
দুপুরবেলা মাছ খাবে না
এক জোড়া ডিম চাই,
বলুন কোথায় যাই?
সঙ্গে মিহিদানা,
আহ্লাদে আটখানা।
আয়না যতই বায়না করুক
রাগ করি না আমি,
ও দিয়ে দেয় হামি।
_____
ছবিঃ আন্তর্জাল
No comments:
Post a Comment