অনুবাদ কবিতা:: পাখির জগৎ - রূপসা ব্যানার্জী


পাখির জগৎ
অনুবাদঃ রূপসা ব্যানার্জী
[মূল কবিতাঃ চিড়িয়া কা সংসার (হিন্দি), কবিঃ নিরংকার দেবসেবক]

ঘুমিয়ে যখন ছিলাম আমি
ছোট্ট ডিমের শক্ত খোলে;
ভেবেছিলাম এই পৃথিবী
এমন ছোটোই হয় তাহলে
 
জন্ম নিয়ে দেখছি চেয়ে -
খড়কুটোর এই ছোট্ট বাসা;
এই তো আমার ক্ষুদ্র জগৎ -
স্বপ্ন, আশা, ভালোবাসা
 
যখন আমি সদ্য কিশোর,
বেড়াই ঘুরে সবুজ গাছে -
ভেবেছিলাম এই বনেতেই
আমার ভুবন ছড়িয়ে আছে
 
আজকে আমি শক্ত ডানায়
ভর করে দিই সুদূর পাড়ি
বিশাল, বিপুল আমার জগৎ;
এবার আমি বুঝতে পারি
_____
ছবিঃ দ্বৈতা হাজরা গোস্বামী

4 comments:

  1. বাঃ, অনুবাদ কে বলবে?

    ReplyDelete
    Replies
    1. অনেক ধন্যবাদ দাদা😊🙏🙏

      Delete
  2. ভাল লাগল কবিতাটি। সময়ের সঙ্গে সঙ্গে ধারণাও বদলায়। খুব সুন্দর কবিতা।

    ReplyDelete
    Replies
    1. অনেক ধন্যবাদ 😊🙏

      Delete