ছড়া-কবিতা:: বাক্স - মধুমিতা ভট্টাচার্য


বাক্স
        মধুমিতা ভট্টাচার্য

আমার একটা বাক্স ছিল ছোটোবেলায়
অ্যালুমিনিয়াম, চকচকে বেশ, কবজা দেওয়া
বই ঢুকিয়ে তারই ভেতর, ছিল আমার আসা যাওয়া
ইশকুলে রোজ, সকালে আর বিকেল বেলায়
ভূগোল ইতিহাসের সাথে ইংরিজি আর বাংলা, হিন্দি
বিজ্ঞান আর সমাজবিদ্যা, ড্রইংখাতা, পেনসিল বক্স
সেলাই শেখার টুকিটাকি, চকের টুকরো, ব্লটিং কাগজ
ঝরনাকলম একটা দুটো, শুকনো পাতা বইয়ের ফাঁকে,
ক্লাস টেস্ট-এর ছেঁড়া পাতায় লুকিয়ে রাখা কম নম্বর
রঙিন রুমাল, এক কোণে যার মায়ের হাতের কাশ্মীরি স্টিচ,
সবই ছিল বাক্সবন্দি, যক্ষ আমি তখন যেমন, এখনও আছি
আমার একটা বাক্স ছিল, এক বাক্স স্বপ্ন ছিল
উড়ন ছু আর চু কিতকিত, পুতুল খেলার গল্প ছিল
এখন কোথায় সেই বাক্স হারিয়ে গেছে মনের ঘরে
যক্ষের ধন পাহারা দেয় রাক্ষস এক চুপটি করে।
                    _____
                  ছবিঃ শ্রীময়ী

8 comments:

  1. শ্রীময়ীকে অনেক ধন্যবাদ। খুব সুন্দর ছবি একটা।

    ReplyDelete
  2. Chobi o lekha khoob Sundor. Nostalgic hoye porchi.

    ReplyDelete
    Replies
    1. অশেষ ধন্যবাদ, কিন্ত নাম দেখতে পাচ্ছি না যে!

      Delete
  3. Asadharan 😀😀Tomarlekha kathagulo j amar o moner katha . Chhottobelay porichay chhilo na kintu moner sutoye kotota kachhakachhi r ek sutoye bandha chhilam bolo.Tomar Sundar uposthapona aroooo anek beshhi moner mil khunje eksathe antorer valobasay bendhe dilo😍🌹.Khub valo theko Sona. 💖

    ReplyDelete
    Replies
    1. Thank uuu..... Shila di. Jodio nam dekhte pachhi na, tao bujhte parchhi eta tomar e sneho bhora lekha. Anek bhalobasa nio di. Bhalo theko.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  4. Asadharan 😀😀Tomarlekha kathagulo j amar o moner katha . Chhottobelay porichay chhilo na kintu moner sutoye kotota kachhakachhi r ek sutoye bandha chhilam bolo.Tomar Sundar uposthapona aroooo anek beshhi moner mil khunje eksathe antorer valobasay bendhe dilo😍🌹.Khub valo theko Sona. 💖

    ReplyDelete
  5. আমারও ছিল এমন বাক্স । খুবই সুন্দর লেখা। স্মৃতি উসকে দেয়।

    ReplyDelete