ছড়া-কবিতা:: দুটি ছড়া - সুব্রত দাস


দুটি ছড়া
সুব্রত দাস

মস্ত খুশির আঁক

আগঝুম ঝুম, বাগঝুম ঝুম
লাগঝুম ঝুম দোল -
নাকছাবি ফুল সবুজ ঘাসে
তুলল কী হিল্লোল!

রোদ ঝলমল, খুব চঞ্চল
গগনাঞ্চল জুড়ে,
পেঁজা তুলোর মেঘ ছানারা
দিব্যি বেড়ায় ঘুরে!

লাবডুব লাব, টুবলাব ডুব
শিউলি ফুলের ঘ্রাণে,
শুভ্র কাশের চাম দোলা
ছড়ায় খুশি প্রাণে!

আগডুম ডুম, বাগডুম ডুম
টাকডুম ডুম টাক্,
খোকা খুকুর রাত আর দুপুর
মস্ত খুশির আঁক!

*        *        *


দুর্গা আমার

দুর্গা আমার বোন
দুষ্টুমি আর চঞ্চলতায়
স্রোতস্বিনী শ্যোন!

দুর্গা আমার দিদি
আটকে রাখে দিবানিশি
হাজার শাসন বিধি!

দুর্গা আমার কাকি
মায়ের ভয়ে তাঁরই কাছে
লুকিয়ে আমি থাকি!

দুর্গা আমার জেঠি
আমায় বুকে নিয়ে বলেন
সাতরাজাধন এটি!

দুর্গা আমার মাসি
মনটা কেমন করলে আমার
এক ছুটেতে আসি!

দুর্গা আমার পিসি
বাড়ি এলেই খুশির আলো
জ্বলবে দিবানিশি!

দুর্গা আমার মা
মায়ের মতন এমন যতন
কেউ যে করে না!!
----------
ছবি - নচিকেতা মাহাত ও সম্বিতা

No comments:

Post a Comment