ছড়া-কবিতা:: লিমেরিকে মোল্লা নাসিরুদ্দীন - শাম্ব চ্যাটার্জী


লিমেরিকে মোল্লা নাসিরুদ্দীন
শাম্ব চ্যাটার্জী

বঙ্গজীবন রসের আধার, যেমন রসগোল্লা
খুশির ভিয়েন মন জুড়ে ভাই, নিত্য তারই হল্লা
গোপাল ভাঁড়ের মজার গল্প,
মনের খিদে নয়কো অল্প
সঙ্গী হলেন মোল্লাসাহেব, হাস্যরসের জেল্লা

তর্ক জমে দেশ-বিদেশে, খোরাসান না খোর্তো
জায়গা নিলেন মনের মাঝে হারিয়ে সবই শর্ত
ইউরোপ না চিনে রবে,
হরেক দাবি বলল সবে
ছড়িয়ে পড়ল কীর্তিকলাপস্বর্গ থেকে মর্ত্য

মোল্লাসাহেব সুফি সাধক, জ্ঞান বিলানোই পেশা
মজার ছলে বাস্তবকে তুলে ধরাই নেশা
ইদ্রিশ শা কলম বলে,
আট হোক বা আশির দলে
আজও নবীন, সত্যজিতের অনুবাদেই খাসা
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment