ছড়া-কবিতা:: আঁকতে পারো - প্রদীপ কুমার সামন্ত


আঁকতে পারো
প্রদীপ কুমার সামন্ত

একটা ছবি আঁকতে পারো
ছোট্ট খুকি
পাতার ফাঁকে দোয়েল কোয়েল
দিচ্ছে উঁকি।

ফুলের বনে ভ্রমরা যেন
করে গুন্ গুন্
পরির পায়ে নূপুর যেন
বাজে রুনঝুন।

আঁকতে পারো কু ঝিক্ ঝিক্
রেলের গাড়ি
ঝম্ ঝমিয়ে যাচ্ছে বেগে
বেল পাহাড়ি

মা দুগ্গার ছবি আঁকো
পল্লীগাঁয়ের শোভা
ফলে-ফুলে শরৎরানি
বড়োই মনোলোভা।
----------
ছবি - দ্বৈতা গোস্বামী

No comments:

Post a Comment