ছড়া-কবিতা:: দুটি কবিতা - তন্ময় ধর


দুটি কবিতা
তন্ময় ধর

ছড়ায় ছড়ায়

যেই না আমি লিখব ছড়া
করবি তোরা মশকরা
এই না ভেবে কই না কথা
হয় না তোদের বশ করা।।
ইচ্ছে তো হয় তোদের ধরে
দিই গুছিয়ে বেশ করে’
ত্যাঁদড়ামি আর বাঁদরামি সব
এক ঘায়ে দিই শেষ করে’।।

ছড়া লেখা নয় রে সহজ
হয় সাজাতে ছড়ার গা
ছন্দ বুঝে মারতে যে হয়
মড়ার ওপর খাঁড়ার ঘা।।
খাঁড়ার ঘায়ে সব কি মরে
স্কন্ধকাটা শব্দ সব
তোদের ঘাড়ে চাপবে তারা
করবে বিষম উপদ্রব।।

তাই তো বলি, আমায় এখন
নির্বিবাদে লিখতে দে
পরে না হয় হাসিস তোরা
একটু এখন নে কেঁদে।।
দেখবি পরে কেমন করে
ছড়ায় জীবন ছড়িয়ে যায়।
আজ যা খালি ভরবে কালই
সে যে কেবল ভরিয়ে যায়।।

*             *             *

কথায় কথায়

তোর যে কথা স্বপ্ন এঁকে তারার চোখে ফুটল
দূর আকাশে দীপ হাতে ওই নীহারিকায় ছুটল
আঁধার-ঘরের দূরের আঁধার টুটল।
তোর কথা কোন গল্প হয়ে কান্নাহাসির রূপকথায়
মেঘ-আকাশে আঁকল জীবন চুপকথায়
জলপরিদের চুপ চুপ চুপ টুপ-কথায়।
তোর কথা আনন্দ হয়ে গাইছে গান
ভোরের পাখির ডানায় ভিজে করছে স্নান
স্বপ্নতুলির আলতো চোখে দিচ্ছে টান।
তোর কথা ওই সাতসাগরে তুলছে ঢেউ
সে কথার ভেতর একটু ব্যথা বুঝছে কেউ
স্বপ্ন-আলোয় অনেক দূরে মাখছে ঢেউ।
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment