গল্প:: গড়বাড়ির দুর্গাপূজা - প্রদীপ কুমার বিশ্বাস


গড়বাড়ির দুর্গাপূজা
প্রদীপ কুমার বিশ্বাস

স্বল্প সময়ের ব্যবধানে, দুর্গের অন্ধকার বন্দিঘরে, রঘুনাথ পর পর দুবার শুনলেন হুতোম প্যাঁচার ডাকনবাব আলিবর্দির প্রাক্তন সেনানায়ক রঘুনাথ, এই আওয়াজটা যে জংলি প্যাঁচার ডাক নয়, মানুষের গলা থেকে আসা সাংকেতিক ডাক, সেটা এক লহমায় বুঝে নিলেনসংকেতটার অর্থ হল, ‘তৈরি থাকো, খুব শীঘ্রই আমরা তোমাদের উদ্ধার করতে আসছি
চাপা কিন্তু দ্রুত পদক্ষেপে, রঘুনাথ কারাকক্ষের ঘুলঘুলির কাছে এসে থামলেনগঙ্গার ঠান্ডা বাতাসে জুড়িয়ে নেবার আশায়, এইখানেই মেঝেতে শুয়ে আছে ভাই চন্দ্রনাথএক হালকা চাপড়ে তার ঘুম ভাঙিয়ে দেবার সময়, এবার দুই ভাই একসঙ্গে শুনলেন, হুতোম প্যাঁচার হাড় হিম করা ডাক
রঘুনাথ কাছে থাকায় ভাইকে সামলে নিলেন, বললেন, “মনে হচ্ছে, এই গুমঘর থেকে আমাদেরকে মুক্ত করতে আমার ঝটিকা বাহিনীর সামু আর দামু দুজনে আসছে
গঙ্গা থেকে সামান্য দূরে, একটা উঁচু টিলার ওপর পরিখা আর উঁচু দেয়ালে ঘেরা, বাংলার নবাব আলিবর্দির এই দুর্গের গুমঘর থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত বোঝবার একমাত্র উপায়, দামামা, বড়ো শিঙা, পেটাঘড়ির ঘণ্টার মিলিত আওয়াজ আর প্রহরীদের কুচকাওয়াজের পদধ্বনির শব্দ
দুর্গের একটি গোপন কক্ষের ভেতরে আছে ঘোরানো সিঁড়িসেই সিঁড়ি দিয়ে নেমে, একটা লম্বা সুড়ঙ্গ পার হয়ে এক বারান্দা আর তাতে সার দিয়ে দুর্গের কারাগার বা গুমঘরগুলো
বারান্দায় একটাই বড়ো ঘুলঘুলি আছেসেটা দিয়ে সারা দিনে একটু আলো কিছুক্ষণের জন্য আসেদূর থেকে নদীর ঠান্ডা হাওয়া, এই ঘুলঘুলি দিয়ে সবসময় আসেগুমঘর থেকে কোনো বন্দি পালাতে চাইলে, তাকে এই বারান্দা আর সুড়ঙ্গে মোতায়েন প্রহরীদের আর দুর্গের জায়গায়-জায়গায় লুকিয়ে থাকা প্রহরীদের ফাঁকি দিতে হবে, যা একদম অসম্ভবতা সত্ত্বেও, মৃত্যুদণ্ড কার্যকরী হবার অপেক্ষায় থাকা রঘুনাথ আর চন্দ্রনাথকে নবাবের এই দুর্গ থেকে মুক্ত করার জন্য, এক দারুণ ছক কষেছিল তাদের বাহিনীর লোকেরা
রঘুনাথ আর চন্দ্রনাথ এই দুই ভাই ছিলেন নবাবের উচ্চপদের রাজকর্মচারীরঘুনাথ ছিলেন এক বিশাল সেনাদলের সফল সেনাপতি আর চন্দ্রনাথ ছিলেন অর্থ ভাণ্ডারের মুখ্য খাজাঞ্চি ছোটো ভাই রুদ্রনাথ, তাঁদের চাঁপাডাঙার প্রাসাদ থেকে, উত্তরাধিকার সূত্রে পাওয়া বিশাল জমিদারি সম্পত্তির দেখভাল করতেন
রুদ্রনাথ তান্ত্রিক সাধনা শেখবার জন্যে কিছুদিন তিব্বতে গিয়েছিলেনএকবছর পরে তিনি ফিরে এলেন, সঙ্গে তাঁর তিব্বতি গুরুসেই গুরু তন্ত্রবিদ্যার সঙ্গে সঙ্গে হাতাহাতি সামরিক যুদ্ধের, সোরা, গন্ধক, ধাতু চূর্ণ দিয়ে আগুনে গোলা (বর্তমানের বোমা, হাউই) বানাবার গোপন বিদ্যাও জানতেন
একবার এই গুরুর হাতাহাতি যুদ্ধের মহড়া, বোমা-পটকার বিকট আওয়াজ আর সেই সঙ্গে হাউই বাজির খেলা দেখে, রঘুনাথ বুঝে নিলেন এর শত্রুসেনাকে বিভ্রান্ত করবার আর পিছে হটিয়ে দেবার ক্ষমতাআর দেরি না করে, রঘুনাথ এই তিব্বতি গুরুকে কুলগুরু করে বরণ করে নিলেনতাঁর ঝটিকা বাহিনীর সেনাদের ছোটো ছোটো দলগুলিকে এই বিদ্যেগুলো শিখে নেবার জন্য এক এক করে কুলগুরুর কাছে পাঠালেন
রঘুনাথ আর চন্দ্রনাথ তাঁদের কর্মগুণে নবাব আলিবর্দির অত্যন্ত প্রিয়পাত্র ছিলেনমীরজাফর আর তার অনুগতেরা এই দুই ভাইয়ের নবাবের প্রিয়পাত্র হয়ে ওঠাকে খুব হিংসে করতেনযুদ্ধে পাওয়া ধনভাণ্ডারের সবটা, রঘুনাথ তার ভাইয়ের সঙ্গে যোগসাজশে, নবাবের কোষাগারে জমা করেন না বলে তাঁরা আলিবর্দির কান ভারী করতে লাগলেন
সেইসময়ে রঘুনাথ তার সমস্ত সৈন্যদের নিয়ে মারাঠা বর্গিদের সঙ্গে উড়িষ্যা আর বিহারের রণাঙ্গনে ব্যস্ত ছিলেন প্রাসাদে পাহারার জন্য রক্ষীবাহিনী সংখ্যায় খুব অল্প ছিলসেই সুযোগে মীরজাফরের চরেরা, নবাবি কোষাগার থেকে বেশ কিছু রত্ন আর মোহরের থলি রঘুনাথের প্রাসাদের ভেতর এক শিবমন্দিরে গোপনে পুঁতে, কোতোয়ালের লোকজনদের খবর দিয়ে দেয়
মারাঠা বর্গিদের সঙ্গে সেই যুদ্ধে, তাদের রাজ্যের সীমানার বাইরে তাড়িয়ে ফিরে আসতে রঘুনাথের বেশ দেরি হয়ে যায়এই দেখে, মীরজাফর রটিয়ে দেয় যে রঘুনাথ, যুদ্ধে চক্রান্ত করে হেরে পালিয়ে গেছেন এবং শিবমন্দিরে লুকিয়ে রাখা এই ধনভাণ্ডার আসলে যুদ্ধে হারবার জন্য, মারাঠাদের কাছে রঘুনাথের নেওয়া ঘুষ
এই রটনা, অসুস্থ বৃদ্ধ নবাব আলিবর্দির কানে আসামাত্র, তিনি ক্রোধে অন্ধ হয়ে, নির্দোষ রঘুনাথ এবং চন্দ্রনাথ দুজনকেই কেল্লার জেলে বন্দি করে কাজির বিচারের আদেশ দিলেন
কাজির দল যথারীতি দুই ভাইকে প্রাণদণ্ড দিলেননবাব সেইসময়ে খুব অসুস্থ, তাঁর অনুমতি পেতে বেশ দেরি হলততদিনে রমজান শুরু হয়ে গেছেকাজিরা স্থির করলেন ঈদ পরব চুকলেই তার পরদিন সকালেই দুই ভাইয়ের শাস্তি কার্যকরী করা হবে
তাঁদের ছোটো ভাই রুদ্রনাথকে, তাঁর তিব্বতি তান্ত্রিক গুরু বললেন যে এই বিচারের প্রহসন রুদ্রনাথের ওপরও নেমে আসা শুধু সময়ের অপেক্ষা
এখন তাঁর উচিত, জঙ্গলে আত্মগোপন করে ঝটিকা বাহিনীর সাহায্যে, দুই ভাইকে নবাবের কারাগার থেকে মুক্ত করবার ছক তৈরি করা
রুদ্রনাথ, ঝটিকা বাহিনীর মধ্যে গুপ্তচরের কাজে দক্ষ এমন সেনাদের থেকে বাছা-বাছা দশজনকে, সামু আর দামু নামে দুই কুশলী সেনানায়কের নেতৃত্বে পাঠিয়ে দেন কেল্লায়
সেই সময়ের উচ্চশ্রেণীর হিন্দু রাজবন্দিদের প্রাপ্য সুবিধা অনুযায়ী, পুরোহিত, নাপিত, রাঁধুনি, বৈদ্য এই সব পরিচয়ে ঝটিকা বাহিনীর লোকেরা সেইখানে সর্বক্ষণ থাকবার সুযোগ পেয়ে যায়এদের আসল কাজ হল, কেল্লার ভেতরে পাহারার আর পালাবার ফাঁকফোকরের সুলুক সন্ধান করা
ঈদের পরের দিন সকালেই যে মৃত্যুদণ্ড দেওয়া হবে সেই খবর আর দুর্গের এক দেয়ালে একটা পাথর চাপা দেওয়া ফাঁক ছাড়া, প্রহরীদের দুর্বলতার কোনো খবর তারা দিতে পারেনি
রমজান শেষ হয়ে আসছে, আর রুদ্রনাথের কপালে ভাঁজ বেড়ে চলেছেরমজানের আগের দিন সূর্য ডুবে আসছে, এমন সময় সামু-দামুর চরেরা একটা দারুণ খবর আনল
দুর্গের বড়ো ফটকের ঠিক বাইরে এক সালংকারা, অপরূপা সুন্দরী মধ্যবয়স্কা মহিলা বাঁকে করে বেশ কয়েক জালা ঘোল নিয়ে এসে খুব সস্তায় বিক্রি করছেঈদের বাজার সেরে, রমজানের উপবাস ক্লান্ত সেপায়ের দল সেই ঘোল খেয়ে, আরও খাবার জন্য ভিড় করে আছে
সন্ধের অন্ধকার সবে নেমেছেকেল্লার ফটকে একটা টিমটিমে লণ্ঠনের আলো কোনোরকমে জ্বলছেসামুর চোখে এল ফটকের সেপাইদের হাঁকডাক বন্ধওদের একজন মাটিতে লুটিয়ে পড়েছে, বাকিরা গাছতলায় বসে ঢুলছে
এমন সময় কেল্লার ভেতরে, সামু আর দামুর লোক যারা রঘুনাথদের সেবা করছে, তারা ঘুঘুর আওয়াজে সাংকেতিক ডাকে বলল, “এখানে নিদালী নেমেছেভাগ্যিস আমরা গোপিনীর ঘোল খেতে গিয়েও খাইনি
অমাবস্যা রাতের নিকষ কালো অন্ধকারের চাদর আর পুরো কেল্লার সব প্রহরীদের নিদালীর কবলে পড়ার সুযোগ নিয়ে, কেল্লার কারাগার থেকে বেরিয়ে এলেন রঘুনাথ আর চন্দ্রনাথতাঁদের আগে পিছে ঝটিকা বাহিনীর বেষ্টনীদুর্গের পেছনের দিকের দেয়ালে, এক জায়গায় পাথরচাপা দিয়ে লুকানো ছিল মানুষপ্রমাণ গর্ত, যা কয়েক রাত ধরে তাঁদের ঝটিকা বাহিনী ধীরে ধীরে বানিয়ে রেখেছেতাঁরা সেই জায়গা দিয়ে বাইরে বেরিয়ে এসে, দ্রুত পদক্ষেপে গঙ্গাপারের অরণ্যের দিকে চলে গেলেন
নদীর এই পারে, তাঁদের প্রাসাদের ঘোড়াশাল থেকে আনা চারটে কালো রঙের শিক্ষিত আরবি ঘোড়া, রঘুনাথ চন্দ্রনাথ, সামু আর দামুকে নিয়ে চলল রাঢ় বাংলার দিকেসকাল হবার আগে রুদ্রনাথ, আর তার ছজন অশ্বারোহী দেহরক্ষীর বাহিনীও তাঁদের সঙ্গে যোগদান করল
সকাল হতেই তাঁরা গেরুয়া বসনে জটাজুটধারী সাধুর বেশ ধরে, এগিয়ে চললেন জঙ্গলের পথ ধরেকেউ তাঁদের চিনে ফেলতে পারে, এই কারণে তাঁরা গ্রামগুলো এড়িয়ে চললেন
এইভাবে চারদিন চলবার পর, তাঁরা এক সন্ধেয় খুব ক্লান্ত হয়ে এক গাছতলায় এসে আশ্রয় নিলেনতাঁদের দেহরক্ষীর বাহিনী জানাল, পথে সব গ্রামেই মারাঠিদের দল খাদ্যশস্য, আনাজ, জোর করে লুঠ করে নিয়ে গেছেতবে জঙ্গলে এক জায়গায় তাঁরা বেশ কিছু বিরাট বড়ো-বড়ো মেটে আলু পেয়েছেন
সামু আর দামু একটু পরে এসে জানাল, তাঁরা আজ যেখানে বিশ্রাম করছেন তার কাছেই আছে একটা খুব বড়ো দিঘিএইখানে একসময় একটা গ্রাম ছিল বলে মনে হচ্ছেতারা দুজনে কিছু পরিত্যক্ত কুটির দেখেছেকাল সকালের আলোতে ব্যাপারটা আরও খোলসা হবে
মেটে আলু-পোড়া দিয়ে, কোনোরকমে আধপেটা খেয়ে, তিন ভাই শুয়ে পড়লেন গাছের তলায়তাঁর দুই ভাই ঘুমিয়ে পড়লেও রঘুনাথের দুই চোখে ঘুম আসতেই চাইল নাচোখ বন্ধ করলেই, তাঁর কানে আসছিল অসহায় গ্রামবাসীদের বুকফাটা কান্নাতাদের একমাত্র সম্বল দুমুঠো ধান, মারাঠারা লুঠ করে নিয়ে যাচ্ছেএই অন্যায়ের বিরুদ্ধে কি কিছু করা যায় না?
ভোর রাতে একসঙ্গে ঘুম ভেঙে, তিন ভাই একের পর এক বলতে শুরু করলেন তাঁদের দেখা স্বপ্নের কথাকী আশ্চর্য! তিন ভাই-ই দেখেছেন একই স্বপ্নবড়ো দিঘির দিকে পৌঁছে থমকে দাঁড়ালেন রঘুনাথ আর তাঁর পেছনে আসা দুই ভাইদিঘির সামনে এসে, তিনজনে মিলে যা দেখলেন, তাতে তাঁদের গায়ের লোম খাড়া হয়ে উঠলস্বপ্নে তিনজনেই যা দেখেছেন, দিঘির পূর্বদিকে কোনাকুনি হয়ে সেটি সত্যি ভাসছে

ঠাকুমার কথা শেষ হবার আগেই, তাঁর অত বড়ো ঘর খাঁটি ঘি আর বাদাম এলাচের গন্ধে ভরে উঠলদুজন পরিচারিকা, দুটি বিশাল বড়ো পিতলের থালাতে, অনেক হলুদ রঙের নাড়ু্ নিয়ে এসেছে
ঠাকুমা তাঁর মেহগনির পালঙ্কে, এবার আধশোয়া থেকে সোজা হয়ে বসে, ডাকলেন, “নন্দিতা, তোমার বন্ধু রিয়াকে ডাকো আর তোমরা সবাই এসনাও রিয়া, এ হল আমাদের বাড়ির দুর্গাপুজোতে বোধনের দিনের নারায়ণ শিলা পুজোর প্রসাদের মিষ্টিএর নাম আনন্দনাড়ু্
এইসময় আর এক পরিচারিকা ঠাকুমাকে চাপা স্বরে বললে, “রানিমা, গুরুজি লামা ওয়াংচুক, বড়ো নালার সিং-দরজার কাছাকাছি চলে এসেছেন
এই বয়সেও অশীতিপর ঠাকুমা, তাঁর মেহগনির খাট থেকে, দ্রুতপদে নেমে বললেন, “রিয়া, আমার গল্প শেষ হয়নি, বাকিটা কাল শোনাবএই বাড়ির দুর্গাপুজোতে নেপাল থেকে আমাদের কুলগুরু নিজে আসেন তন্ত্রধারী হয়েউনি একজন তিব্বতি লামাআমায় এখন তাঁকে বরণ করতে নাটমন্দিরে যেতে হবে
খুব ছোটো থেকে নন্দিতা আর রিয়া, দাওহিল বোর্ডিং স্কুলে একসঙ্গে পড়েনন্দিতার মুখে রিয়া অনেকবার তাদের বাড়ির দুর্গাপুজোর গল্প শুনেছেএইবার নন্দিতার বিশেষ অনুরোধে, রিয়ার মা-বাবা রাজি হয়েছেন তাকে এখানে আসতে দিতে
তিব্বতি লামা সেই নেপাল থেকে আসেন পুজো করতে? নন্দিতা তুই এই কথাটা বলিসনি তো আমায়? আচ্ছা উনি যে গল্পটা বলছিলেন তাতেও তো এক তিব্বতি গুরুর কথা ছিল
ছাদে যাবার সিঁড়ির মুখে এসে, নন্দিতা ঘাড় ঘুরিয়ে বলে, “সেইটা তো আমাদের বংশের ইতিহাস
রিয়া বলে, “বাপ রে! তুই তাহলে এক ঐতিহাসিক রাজবংশের রাজকন্যে
নন্দিতা ঘাড় নাড়ে, “নাঃ রে! আমরা সবাই এখন সমানচল ছাদে যাইকাল রাতে আসার সময়, তুই অনেক কিছু দেখতে পাসনি
ছাদ থেকে, মেটে-লাল রঙের দুর্গা দালান, নাট মন্দির, সিংহ দুয়ার আর তার পাশে রাখা বিশাল কামান, সব কিছু যেন রিয়াকে পেছনে টানছিল, সেই ঐতিহাসিক ব্রিটিশপূর্ব শাসনকালের সময়ের দিকে
একটা বেশ চওড়া নালা, পুরো রাজবাড়িকে ঘিরে আছেনালা পার হবার জন্য একটা বড়ো সেতু আর তার দুপাশে দুটো চাকা লাগানো আকাশের দিকে মুখ করা কামাননালার একটু পরে, সিংহ-দুয়ারের সঙ্গে লাগোয়া চার মানুষপ্রমাণ উঁচু প্রাকারসেই প্রাকারে, মাঝে মাঝে ফাঁক করে দেওয়া আছে
রিয়া ওই দিকে অবাক বিস্ময়ে চেয়ে আছে দেখে নন্দিতা বলে, “এই চওড়া নালাটা এই গড়ের পরিখাঠাকুমার মুখে শুনেছি এক সময়ে এই পরিখার নালাতে অনেক কুমির ছিল
কুমির থাকত?”
শত্রুসেনা দুর্গের প্রাকার বা সিংহদরজা পার করে এই পরিখার সেতু পার হতে চাইলে তারা সেতুর মাঝে এলেই কামানের গোলায় সেতু ভেঙে যেতযারা বেঁচে যেত তারা কু্মিরের শিকার হত গুপ্তধনের লোভে ডাকাত দলের পর পর দুবারের আক্রমণকে দুর্গের সেনারা এভাবেই শেষ করে দিয়েছিলঠাকুমার মুখে এই গল্প আমরা শুনেছি
রিয়া বলে, “ইস! তোদের বংশের ঐতিহাসিক গল্পটা কি দারুণ বলছিলেনএকদম জমাটি মুহূর্তে আনন্দ নাড়ুর থালাগুলো নিয়ে না এলে গল্পটা শুনে নিতে পারতামউনি আজ আবার কখন ডাকবেন?”
নন্দিতা হেসে বলে, “তাঁর মুখে শুনতে চাইলে তোকে দশমীর পরদিন অবধি অপেক্ষা করতে হবেআর যদি আমার মুখে শুনতে চাস তাহলে দুপুরে খাবার পর আমরা বসব ছাদের কোণে আমার ঘরে
রিয়া অবাক হয়ে বলে, “ওই সেতুর ওপর এখন মনে হচ্ছে অনেক লোকজন আসছে!”
নন্দিতা সেদিকে চেয়ে বলে, “আমাদের গুরুদেব আসছেন শিষ্যদের নিয়েঠিক মাঝখানে, খয়েরি লাল রঙের বিশাল ছাতার নিচে, মাথা কামানো, পরনে খয়েরি রঙের আলখাল্লা, টকটকে ফরসা রং, উনিই হলেন কুলগুরুওনাকে ঘিরে আছেন ওনার শিষ্যেরাওনার পেছনে, গুম্ফাতে যে রকম গুমগুম করে ঢোল মতো বাজে, সেই বাজনদারেরাতিনদিনের পুজোতে, তালপত্রে লেখা প্রাচীন পুথি থেকে মন্ত্রোচ্চারণ করবেন ওনারা, নাটমন্দির গমগম করবে সেই সব শব্দে
রিয়া বলে, “তাহলে এখানের দুর্গাপুজোতে ঢাক বাজবে না?”
নন্দিতা বলে, “নিশ্চয় বাজবেঢাকি, সানাই নিয়ে সে প্রায় পঞ্চাশ জনের দলআজ বোধনের সময় থেকে সে সব বাজবে দশমীর দিন অবধিকিন্তু সন্ধিপুজোর সময় আর প্রতিদিন সন্ধ্যারতির আগে গুম্ফার ওই ঢোল ধুম-ধুম আওয়াজ করে বাজবে
বেশ জমে উঠবে তাহলে তোদের এই পুজো!”
হ্যাঁএই বাড়ি এখন গমগম করবেবাবারা ছ-ভাই, চার পিসিপিসতুতো, খুড়তুতো, মামাতো ভাইবোন মিলে আমরা প্রায় সত্তরজননিচের খাবার ঘরের দালানে একসঙ্গে সবাই মিলে খাওয়াদাওয়া, হই-হই, মজা, ফুর্তি চলতেই থাকবেসপ্তমীর সন্ধেতে যাত্রা, অষ্টমীর বিকেলে পুতুল নাচ, আর নবমীর বিজয় উৎসবের দিনে মারাঠি পাড়ার লোকেদের ছোরা আর তরোয়ালের খেলা আর আমাদের লাঠিয়ালদের লাঠি খেলা - এইসবে জমে থাকেসেদিন দরিদ্রনারায়ণ উৎসব থাকায়, আশেপাশের সব গ্রাম থেকে প্রজারা এসে ভিড় করে
রিয়া ওকে হাত দিয়ে থামিয়ে দিয়ে বলে, “থাম, থাম একটুএখানে মারাঠি আবার কোথা থেকে এল? আর বিজয় উৎসবই বা কী? কার বিজয়? কাল শুনছিলাম, এই অঞ্চলের সব গ্রামের লোকেরাই তোদের প্রজা ছিলতা মারাঠিরা কী করে তোদের প্রজা হল?”
সে অনেক কথাদুপুরে খাবারের পর শুনিসঠাকুমার সেই শেষ না করা কাহিনিটা শুনলেই মারাঠাদের কথা বুঝতে পারবি
নিচে দোতলার ঘরে বিরাট কলরব শুনে নন্দিতা বলে, “পিসিরা সবাই এসে গেছে মনে হয়এখুনি আমার ডাক পড়বেআমি যাচ্ছিতোর জন্য চা পাঠিয়ে দিচ্ছিআমার এক সই ছন্দা, সে নিয়ে আসবে
ছন্দা এক বিরাট ট্রেতে চা নিয়ে এসে, রিয়াকে ছাদের এক কোণে নন্দিতার ঘরের দিকে আসবার কথা বললেসেদিকে যাবার সময়, রিয়ার চোখে পড়ে এক বিরাট দিঘিএখান থেকে মনে হচ্ছে, কে যেন অনেকগুলো পদ্মফুল আঁকা একটা বিরাট নীল চাদর শুকাতে দিয়েছে
ছন্দা, রিয়ার দিকে চেয়ে বলে, “যে দিঘিটা দেখছ, সেটা অনেক যুগ আগের কথাএই বংশের পূর্বপুরুষ রঘুনাথ, ওই দিঘির জল থেকেই মা দুর্গাকে তুলে নিয়ে এসে প্রতিষ্ঠা করেন
রিয়া বলে, “দিঘির পাড় থেকে অনেক দূরে, জঙ্গলের মাঝে লাল রঙের একটি মন্দিরের চূড়া দেখা যাচ্ছেকোন ঠাকুর আছে ওই মন্দিরে?”
ছন্দা বলে, “ওই মন্দির রঘুনাথেরও আগের সময়েরজল থেকে তুলে আনবার পর, ওইখানেই দেবী থাকতে চানএখানে দুর্গা দালানে যে চতুর্ভুজা দুর্গাদেবী দেখা যাচ্ছে, সেটি ওই দেবীর মৃন্ময়ী রূপ
দুজনের চা শেষ হতে না হতে, নিচ থেকে আওয়াজ শুনে ছন্দা ফিরে এসে বলে, “রিয়া, তোমাকে সবাই দেখতে আর আলাপ করতে চাইছেনএস এখন আমার সঙ্গে

দুপুরের আহার সেরে, ছাদে নন্দিতার ঘরে, দুই বন্ধুতে বসেছেরিয়ার দিকে তাকিয়ে নন্দিতা বলে, “ঠাকুমার গল্পে ছিল, তিন ভাই রাতে একই স্বপ্ন দেখেছিল আর সকালে তারা সেই কথা বলতে বলতে এক দিঘির পাড়ে এসে থমকে দাঁড়িয়েছিল
রিয়া বলে, “ঠাকুমা বলছিলেন যে তাঁরা তিনজনই স্বপ্নে কিছু একটা দেখেছেন যা দিঘির মাঝখানে পূর্বদিকে কোনাকুনি হয়ে সত্যি সত্যি ভাসছে
নন্দিতা বলে, “গল্পের সেই দিঘি কিন্তু চোখের সামনে যে নীলপদ্মে ভরা দিঘিটা দেখতে পাচ্ছিস সেইটাইতিন ভাই একসঙ্গে স্বপ্নে দেখেছিলেন যে চাঁপা ফুলের মতো গাত্রবর্ণের এক তেজস্বিনী নারী, এক দিঘির জল থেকে আবির্ভূতা হয়ে বলছেন, ‘মারাঠি দস্যুরা যাতে আমার ক্ষতি না করতে পারে, সেইজন্য আমার মন্দিরের প্রধান পূজারি, আমাকে এই দিঘির জলে ছুড়ে ফেলে দেয়তোরা, আমায় এই দিঘির জল থেকে উঠিয়ে নিয়ে, আমার মন্দিরে আমার পুজো করআমার আশীর্বাদে বর্গিরা তোদের সঙ্গে যুদ্ধে হেরে পালিয়ে যাবেদিঘির মাঝখানে একটা বড়ো নীলপদ্ম দেখতে পাবিতার পেছনে, পুবদিকে কোনাকুনি হয়ে একটা বড়ো কাঠের তক্তা ভেসে আছে দেখতে পাবিআমি আছি সেই কাঠের তক্তার ঠিক নিচে
এই ভেসে থাকা কাঠের তক্তা, তিন ভাই-ই আগের রাতে তাঁদের স্বপ্নে দেখেছেনসূর্য তখন সবেমাত্র উঠেছেতাঁকে প্রণাম জানিয়ে, তিন ভাই দিঘির জলে পরের পর ঝাঁপ দিলেনতার একটু আগেই, সামু আর দামু পুরো এলাকাটা ঘোড়ার পিঠে চড়ে ঘুরে এসে, একটা হঠাৎ ধ্বংস হয়ে যাওয়া গ্রাম আর পোড়ো মন্দিরের ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছে
তাদের তিন সেনাপতিকে জলে ঝাঁপ দিতে দেখে তারাও লাফাতে যাচ্ছিলরঘুনাথ, দিঘির মাঝবরাবরের দিকে সাঁতরে যাবার সময়, হাত তুলে নিষেধ করলেনদিঘির মাঝে ভাসন্ত কাঠের পাটার কাছে এসে, তিন ভাই এক এক করে ডুব দিলেন
তিনজনে অতি দক্ষ সাঁতারু, কিন্তু পরের পর অনেকক্ষণ ধরে পালা করে ডুব দিয়েও কিছু পেলেন নাবেলা শেষের সময়ও প্রায় হয়ে এলহতাশ হয়ে তাঁরা পাড়ের দিকে ফিরে যাওয়াই মনস্থ করলেনরঘুনাথের কেমন জানি মনে হল, তিনি জলের অতল থেকে এক নারী কন্ঠের আহ্বান শুনছেনকিন্তু এইবার তিনি সেই মাঝ দিঘিতে ভাসন্ত কাঠের তক্তা ধরে, সেইটা নিয়ে ডুব দেবার জন্য শরীরের সব বলপ্রয়োগ করলেন
তিনি ডুব দিতেই দেখলেন সেই তক্তা, তার হাত ফসকে, শ্যাওলা মাটির একটা স্তূপে ধাক্কা দিলসঙ্গে সঙ্গে, এক হলুদ বর্ণের ধাতুর চতুর্ভুজা দেবী প্রতিমা, মাটির স্তূপ ফুঁড়ে বেরিয়ে এলেনতাঁর একটি হাত বরাভয় মুদ্রায় কিন্তু অন্য হাতগুলির মুষ্টি বন্ধএই জলের ভেতর অন্ধকারেও সেই মূর্তি থেকে মাঝে মাঝে হালকা নীল রঙের আভা বেরিয়ে আসছেরঘুনাথ সাঁতরে সেদিকে এগোতেই দেখলেন সেই মূর্তি তার হাতের মুঠোয় এসে ধরা দিয়েছেএই মূর্তি হুবহু তাঁর কাল রাতের দেখা স্বপ্নের মূর্তি
জল থেকে বেরিয়ে, পাড়ে এসে, বড়ো দাদার হাতে সোনার বরণ সেই মূর্তি দেখে, বাকি দুভাই চমকে উঠলেনতাঁরাও কালকে রাতে হুবহু এই মূর্তি স্বপ্নে দেখেছিলেনসামু আর দামুর মুখে পোড়ো মন্দিরের কথা শুনে, তিন ভাই স্থির করলেন যে এই মূর্তিকে আপাতত সেখানেই রাখা হোকতাদের এক অনুচর এসে জানাল যে, ঈদের আগের দিন কেল্লার ফটকে যে মধ্যবয়স্কা সুন্দরী গোয়ালিনী ঘোল বিক্রি করছিলেন, তাঁর মুখের সঙ্গে এই দেবীমূর্তির মুখের হুবহু মিল আছেকথা শুনে সবাই চমকে উঠলেন
রাতে তিন ভাই স্বপ্নে আবার দেখেন, সদ্য পাওয়া সেই মূর্তি তাঁদেরকে বলছে, “এই আমার আবাসস্থলআমি এখানেই থাকবএইখানেই আছে আমার বাকি আভরণ
পরদিন সকালে, তিন ভাই আর সামু-দামুর পুরো দলবল, অনেক খোঁজার পর জঙ্গলের মধ্যে এক জায়গায় এক সুড়ঙ্গ খুঁজে পায়সুড়ঙ্গের মুখ, একটা বড়ো পাথর দিয়ে বন্ধ করা আছেদিন গড়িয়ে সূর্য অস্তে গেলেন, কিন্তু সবাইয়ের সম্মিলিত চেষ্টাতেও সেই পাথরকে একচুল সরাতে পারা গেল না
বিফল মনোরথ হয়ে তাঁরা মন্দির প্রাঙ্গণে ফিরে আসতেই দেখেন যে তাঁর গুপ্তচরেরা বনপথে আসছেতাদের পেছনে, শিষ্য পরিবৃত স্বয়ং গুরুদেব, তাঁদের কুলপুরোহিত এবং গ্রামবাসীদের একটা দল আসছে
রঘুনাথদের মুখে দিঘির জল থেকে দেবী উদ্ধারের কথা শুনে, গুরুদেব গম্ভীর ও চিন্তিতমুখে বললেন, “সন্ধে হয়ে এসেছেআমার ঝুলিতে পূজারতির সব সামগ্রী বার কর
আরতির দীপালোকে, দেবীকে দর্শন করে, গুরুদেব চমকে উঠলেনআরতি শেষে, তিনি তিন ভাইকে ডেকে বললেন, “চতুর্ভুজা ঘোটকমুখী সিংহবাহিনী এই দেবী হচ্ছেন, দেবী ভুবনেশ্বরীইনি দুর্গম নামক অসুরকে বধ করে দুর্গা নামে খ্যাত হনআমার বিশ্বাস এঁর হাতের ধনুর্বাণ এবং অসি (তরোয়াল) ওই সুড়ঙ্গের মধ্যে থাকবার প্রবল সম্ভাবনাআমি আজ সারারাত দেবী ভুবনেশ্বরীর ধ্যান আরাধনা করবউনি পূজার্চনায় সন্তুষ্ট না হলে সুড়ঙ্গের মুখের পাথর সরবে নারঘুনাথ তুমি আমার পাশে বসে মন্ত্রোচ্চারণ করবে
এর আগেই তাঁর চরেরা মুর্শিদাবাদের খবর এনেছেকেল্লার কারাগার থেকে তাঁদের মুক্ত হবার পরদিনই অসুস্থ আলিবর্দির মৃত্যু হয়নবাবি সিংহাসন চেহেল--সুতুন”-এ সিরাজ অভিষিক্ত হলেও, নবাবের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রে মীরজাফর এখন খুব ব্যস্ত
রঘুনাথ বুঝে নিলেন যে মীরজাফরের কাছে এখন তাঁদের তিন ভাইকে সৈন্য পাঠিয়ে ধরে আনা অনর্থক শক্তিক্ষয় এবং সময়ের অপচয়অন্যদিকে এখনকার এই জায়গাটিও অবস্থানের জন্য মন্দ নয়এইসঙ্গে এইখানের স্থানীয় অসহায় মানুষদের ওপর মারাঠি বর্গিদের অত্যাচার শুনে, তাঁর বার বার মনে আসছিল যে, তাঁর সমস্ত যুদ্ধশক্তি নিয়ে এদেরকে তিনি রক্ষা করবেন
পরদিন সকালে, তিন ভাই বা তাঁর অনুচরেরা দেখল, সুড়ঙ্গের মুখের পাথর কে যেন সরিয়ে রেখেছেসুড়ঙ্গে প্রবেশ করে তাঁরা ধনুর্বাণ, তরোয়াল এবং তালপাতায় দেবনাগরীতে লেখা দুটি পুথি উদ্ধার করে নিয়ে এল
রঘুনাথদের গুরুদেব আর পুরোহিত পুথি পড়ে রঘুনাথকে বললেন যে এই পুথি দুটিতে দেবী পুজার পদ্ধতি এবং সমস্ত মন্ত্র লেখা আছেঠিক হল যে, মূর্তি শোধন এবং দেবী মন্দিরের সংস্কারের পর চৈত্র মাসেই দেবীর প্রতিষ্ঠা উৎসব করা হবে, ততদিন মন্দিরের পাশে বেলতলায় দেবীর নিত্যপূজা হবে
রঘুনাথ এখন এইখানেই অবস্থান করতে চানএই কথা জানতে পেরে সুদূর মুর্শিদাবাদ থেকে তাঁর সমস্ত প্রজারা আসতে শুরু করলকিছুদিনের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত একদা বর্ধিষ্ণু গ্রামটি আবার ছন্দে ফিরে এল
রঘুনাথদের কথা বিষ্ণুপুরের মল্লরাজের কানে গেলরঘুনাথের সুনিপুণ সেনাপরিচালনার কথা তিনি জানতেনরাজসভায় ডেকে তাঁদেরকে রাজমন্ত্রী নিযুক্ত করলেনতাঁদের তিনি দশটি গ্রাম দান করলেন এবং বর্গি আক্রমণ থেকে তাঁর রাজ্যকে রক্ষার ভার দিলেন
রঘুনাথের পরামর্শে, রাজ্যের সীমানায় তালগাছের চাইতেও উঁচু প্রহরী চৌকি তৈরি হলচৌকি থেকে দূরে, মারাঠাদের অশ্বারোহী দেখা গেলেই, প্রহরীরা চারদিকে সংকেত পাঠিয়ে সব গ্রামকে সতর্ক করে দিতঝটিকা বাহিনী, গ্রামে গ্রামে গিয়ে যুবকদের তির-ধনুক, বল্লম, তরোয়াল, লাঠি আর হাতাহাতি সমরের সব কায়দা আর রণপা নিয়ে দ্রুত চলা শিখিয়ে প্রতিরোধ বাহিনী তৈরি করলপ্রতিরোধ বাহিনী আর প্রহরী চৌকির যুগলবন্দিতে রসদ লুঠ করতে গিয়ে মারাঠা বাহিনী অনেক জায়গা থেকেই শূন্য হাতে ফিরে আসতে বাধ্য হলখাদ্যের অভাবে এবার বর্গিরা দাঁইহাটে (বর্ধমান জেলার) ভাস্কর পণ্ডিতের শিবিরে গিয়ে নালিশ জানাল
রঘুনাথের গুপ্তচরেরা খবর আনল যে, বর্ষার পরে পরেই ভাস্কর পণ্ডিত এক বিশাল বর্গিবাহিনী পাঠাচ্ছে, বিষ্ণুপুর মহারাজার কাছে চৌথ আদায় এবং অবাধে লুঠপাট করতেমাত্র কয়েকমাস আগে, রাজমহল পাহাড়ের তেলিয়াগড় গিরিসংকটের কাছে, সেই সময়ের নবাব বাহিনীর অন্যতম সেনাপতি রঘুনাথের কাছে ভাস্কর পণ্ডিত পরাজিত হয়ে কোনোরকমে পালিয়ে বেঁচেছিলেন
রসদ লুঠ করতে ব্যর্থ বর্গিদের শক্তিশালী বাহিনী যে এইদিকে একবার এসে বেশ জোর একটা আঘাত হানবে তা বিচক্ষণ রঘুনাথ আগেই আন্দাজ করেছিলেনতাঁর সেনাবাহিনী, কীভাবে আক্রমণ প্রতিরোধ করে মোক্ষম আঘাত হানবে, সে নিয়ে তিনি তাঁর তিব্বতি গুরু এবং দুই ভাইয়ের সঙ্গে পরামর্শ করে, সেই অনুযায়ী তৈরি হচ্ছিলেন
মারাঠি বর্গিরা, ঘোড়ার পিঠে চড়ে ঝড়ের গতিতে আক্রমণ করে আর এইখানেই তাঁর দুর্বলতাতাঁর সেনারা মূলত পদাতিকআর্থিক কারণে মল্লরাজের অশ্বারোহী বা গোলন্দাজ বাহিনী মারাঠিদের তুলনায় সংখ্যায় অনেকই কমমারাঠিদের আক্রমণের গতির সঙ্গে কীভাবে মোকাবিলা করা যায়, সেই নিয়ে রঘুনাথ এবং রুদ্রনাথ খুবই চিন্তিত ছিলেনএমন সময় সামু আর দামু এসে জানাল যে মুখ্য কর্মকার একটি যন্ত্র বানিয়ে অস্ত্রাগারে তাঁদের প্রতীক্ষা করছে
মুখ্য কর্মকার একটি সরু নলের মতো যন্ত্র নিয়ে এসেছেযন্ত্রটি আর তার গোলাগুলো এতটাই হালকা যে একজন গোলন্দাজ একাই এই কামান এবং তার গোলাগুলো বয়ে নিয়ে যেতে পারে
রঘুনাথের কাছে অনুমতি নিয়ে, মুখ্য কর্মকার দ্রুত ওই যন্ত্রের পেটে কয়েকটা গোলা ঠেসে দিয়ে, নিজের কাঁধে যন্ত্রটি চেপে ধরে, তার তলায় একটা কলে চাপ দিতেই, প্রচণ্ড শব্দে গোলা গিয়ে লাগল অনেক দূরের লক্ষ্যবস্তুতেকর্মকারের যন্ত্রের কাজ শেষ হতে না হতেই তার সহকারীর যন্ত্রে আবার গোলা বর্ষণ হল
রঘুনাথ আর রুদ্রনাথ যন্ত্রের কর্মক্ষমতা দেখে শুধু বিস্মিতই হলেন না, কুশলী সমরনায়কের অভিজ্ঞতা থেকে চট করে বুঝে নিলেন যে এই যন্ত্র আসলে ছোটো পাল্লার হালকা কামানযুদ্ধের সময় দুর্গম জায়গাতেও এগুলো সহজেই সেনারা নিজের নিজের কাঁধে করে নিয়ে যেতে পারবে
রঘুনাথ মুখ্য কর্মকারকে আদেশ দিলেন যত শীঘ্র সম্ভব এগুলো গোলা সমেত অনেক বেশি সংখ্যায় বানিয়ে ফেলতে হবেসামু আর দামুকে বললেন কর্মকারের কামারশালায় দক্ষ সেনাদের লাগাতে, যাতে করে তারা এই নতুন অস্ত্র তৈরির সঙ্গে সঙ্গে চালানোও শিখে ফেলতে পারে
মাসখানেক পরে সেই রাতটা, আশ্বিনের প্রথম অমাবস্যারাজ্যের কিছু প্রহরী চৌকি থেকে খবর এল যে তারা রাত্রে মুন্ডেশ্বরী নদীর চরে অনেক কালো রঙের ঘোড়া আর লোকজনের আনাগোনা দেখেছেগুপ্তচরেরা খবর আনল, প্রায় হাজার অশ্বারোহীর একটি বর্গি সেনার দল মুন্ডেশ্বরী নদী পার করে চরের জঙ্গলে আত্মগোপন করে আছেসেনাপতি ভাস্কর পণ্ডিত নিজে এসেছেন এই দলের সঙ্গেতাদের সঙ্গে দুটি কামানের গাড়ির চাকা কাদায় আটকে যাওয়ায় তারা সেটাকে তুলে আনতে ব্যস্ত
রঘুনাথ বুঝে নিলেন যে এইবার ভাস্কর পণ্ডিতের দল রাজধানী বিষ্ণুপুরকে কামান দিয়ে আক্রমণ করে মল্লরাজ্য দখল করতে চাইছেজয়পুরের জঙ্গল পেরিয়ে গেলেই আড়াবনি আর রঘুপুরের জঙ্গলের লাল মাটির শক্ত জমিসেখান দিয়ে বিষ্ণুপুরের দিকে কামান নিয়ে যেতে অসুবিধে নেইএই জঙ্গলের পরেই কামানের পাল্লার মধ্যে রাজধানী শহর এসে পড়বেরঘুনাথ তার গুরুদেব আর ভাইদের সঙ্গে পরামর্শ করে আড়াবনির শাল জঙ্গলের কাছেই বর্গিদের সঙ্গে লড়াইয়ের সমরপরিকল্পনা করলেন
আড়াবনির শাল জঙ্গলে শালগাছের মাঝে অনেক লম্বা তালগাছও আছে অতর্কিতে গোলাবর্ষণের জন্য প্রতিটি তালগাছে দু-তিনজন সেনা থাকবে সদ্য আবিষ্কৃত হালকা কামান নিয়েএছাড়াও তাঁদেরকে সহায়তা করবে নিচে অশ্বারোহী সেনারা যারা তির-ধনুক আর তরোয়াল দুটোতেই সমান দক্ষতবে তাদের সঙ্গে থাকবে সাধারণ তীরের সঙ্গে সঙ্গে বেশ কিছু অন্য রকমের তির এদের মাথায় তীরের শলাকার সঙ্গে থাকবে তিব্বতি গুরুর তৈরি বিশেষ ধরনের আগুনে বোমা এছাড়াও শুরুতেই থাকবে এক বিশেষ যুদ্ধকৌশল যার কাছে শুরুতেই ভাস্কর পণ্ডিতের দলবল নাস্তানাবুদ হয়ে যাবে
আশ্বিনের অমাবস্যা কেটে যাবার পর আজ সপ্তমী তিথিআড়াবনি জঙ্গলের চৌকি থেকে সংকেত এল, গভীর রাতে চাঁদের অস্পষ্ট আলোতে দেখা গেছে যে কামানের গাড়িসমেত বিশাল অশ্বারোহী বাহিনী জয়পুরের জঙ্গলের প্রায় শেষ সীমানায়জঙ্গলের মাঝে গ্রামগুলোতে তারা আগুন লাগিয়ে দিয়েছেআগুনের শিখাতে বর্গিবাহিনীকে আরও স্পষ্ট করে দেখা যাচ্ছে
জয়পুরের পর আড়াবনির জঙ্গলের মধ্যে কাঠুরিয়াদের গোরুর গাড়ি আসা যাওয়ার ফলে তৈরি শক্ত লালমাটির রাস্তাতেই যে এরা বিষ্ণুপুরের দিকে এগোবে, সে নিয়ে রঘুনাথ নিশ্চিত ছিলেনএই জঙ্গলে রঘুনাথের সৈন্যবাহিনীর যার যেখানে থাকবার তারা সেখানে মোতায়েন আগের থেকেই ছিল
গুরুর এবং দেবী ভুবনেশ্বরীর আশীর্বাদ নিয়ে তিন ভাই-ই সেনাদের পাশে থেকে যুদ্ধ পরিচালনার জন্য রণাঙ্গনে যাত্রা করলেনসেদিন আশ্বিন মাসের অষ্টমী তিথিতাঁদের তিন ভাইয়ের অনেক আগে-আগে চলল জ্বালানি কাঠ আর জঙ্গলের কাটা ঘাসে বোঝাই প্রায় একশোর ওপর গোরুর গাড়ি
মুন্ডেশ্বরী নদী পার করে বিষ্ণুপুর রাজ্যে ঢুকে, কোথাও রাজার পক্ষ থেকে কোনো বাধা না পেয়ে ভাস্কর পণ্ডিতের দল হইহই করতে করতে এগিয়ে চলেছে আড়াবনির জঙ্গুলে রাস্তায়কিছুদূর এগিয়ে গিয়ে তারা দেখে, উলটোদিক থেকে একসঙ্গে অনেক ছই লাগানো কাঠবোঝাই গোরুর গাড়ি তাদের মুখোমুখি হচ্ছে
বর্গিদের অশ্বারোহীরা তাদের দিকে এগিয়ে গিয়ে বলে, “বর্গি বাহিনী আসছে এই পথেতোরা ভালো চাস তো এখুনি সবাই রাস্তা থেকে গাড়িগুলো সরিয়ে নে
বর্গি? ওরে বাবা! আমরা গরিব কাঠুরিয়ারা, কাঠ নিয়ে হাটে যাচ্ছিলামআমাদের দোষ নিও নাআমরা এখুনি রাস্তা থেকে গাড়িগুলো সরিয়ে নিচ্ছি, আমাদের প্রাণে মেরো নাবর্গির দল আসছে শুনে, বাকি গাড়িগুলোর গাড়োয়ানদের মধ্যে হুলুস্থুলু পড়ে গেলগাড়ির মুখ ঘুরিয়ে, সবাই রাস্তা থেকে গাড়িগুলো যে যেদিকে পারে সেদিকে সরিয়ে নিল
এই সব দেখে বর্গিরা হাসাহাসি করতে শুরু করে দিলেআর সেই হাসাহাসির মধ্যে ওরা কেউ লক্ষই করল না যে গাড়িগুলো জঙ্গলের মধ্যে দুভাগে ভাগ হয়ে গেলসব কটা ছই লাগানো গাড়ির মুখ এখন পেছন দিকে ঘোরানো আর প্রতিটা থেকে বেরিয়ে আসছে তিন-চারটে ধাতব নল আর সেগুলো তাক করে লাগানো আছে বর্গিদের দিকে
বর্গিদের হাসাহাসির মধ্যেই গোরুর গাড়িগুলো থেকে গুলিবর্ষণ শুরু হয়ে গেলসেই সঙ্গে জঙ্গলে লুকিয়ে থাকা তিরন্দাজেরা তাদের তীরের আগায় লাগানো বোমের লম্বা সলতেয় আগুন লাগিয়ে সেগুলো ধনুক থেকে ছেড়ে দিলঘোড়ার দল এই অনভ্যস্ত আওয়াজ আর আলোতে ভয় পেয়ে গেলতার ওপর গুলিতে কিছু বর্গি সেনা আর তাঁদের ঘোড়া আহত হতেই সব ঘোড়াগুলো একসঙ্গে বিদ্রোহ করলতারা চিৎকার করে পিছু হটা শুরু করতেই একে-অন্যের গায়ে পড়ে এক চরম হুটোপাটির অবস্থা শুরু হলরঘুনাথের তিরন্দাজেরা এবার বর্ষাকালের বৃষ্টির মতো তির ছোঁড়া শুরু করতেই বর্গি সেনারা অনেকেই ঘায়েল হল
কিছু একটা হামলা হয়েছে আন্দাজ করে, এই দলের পেছনে যে দলটা ছিল, তাঁরা দ্রুত এগিয়ে এলকিন্তু শাল জঙ্গলের মাঝে মাঝে থাকা তালগাছের মাথায় রঘুনাথের যে সেনারা ছিল, তারা এবার ছোটো কামান থেকে গুলি আর ধনুক থেকে ছোড়া তিরবোমা ছেড়ে দিতেই, সেই সেনাদের মধ্যেও হুলুস্থলু বেধে গেল আর সেই সুযোগ কাজে লাগাতে রঘুনাথের তিরন্দাজ আর অশ্বারোহীরা দেরি করল না
বর্গিদের হতাহতের সংখ্যা বাড়তেই ভাস্কর পণ্ডিতের টনক নড়ে উঠলরঘুনাথের সেনাবাহিনীর রণকৌশল বুঝে নিয়ে তিনি তার পদাতিকদের বনের রাস্তা ছেড়ে শালজঙ্গলের দিকে চুপি চুপি এগিয়ে আক্রমণ করতে বললেন আর সেইসঙ্গে গোলন্দাজদের হুকুম দিলেন সব কটা তালগাছের মাথায় গোলা ফেলতেবর্গি সেনাদের অনুপ্রাণিত করতে নিজে তরোয়াল আর বল্লম হাতে এগিয়ে গেলেন সামনে থেকে নেতৃত্ব করতে
শালজঙ্গলে শুরু হয়ে গেল দুই পক্ষের হাতাহাতি লড়াইতিব্বতি গুরুর কাছে শেখা বিদ্যেয় রঘুনাথের সেনারা বর্গিদের অনেককে ঘায়েল করলেও নিজেদেরও হতাহতের সংখ্যা কম হল নারঘুনাথ তিরবেগে তার অশ্বারোহীদের নিয়ে বর্গিদের কামানগুলো দখল করে নিলেন কিন্তু তখন তাঁকে বর্গিরা পুরো ঘিরে ধরেছেঅকুতোভয় রঘুনাথ এবং তার সেনারা জয় মা ভুবনেশ্বরীবলে বর্গিদের ওপর হামলা শুরু করে দিলেনসেই সময় দেখা গেল, ঘোড়ার পিঠে চড়ে এক তেজস্বিনী দেবী, একহাতে খড়্গ আর অন্যহাতে বল্লম নিয়ে প্রবল বেগে এগিয়ে আসছেন আর সামনে যে বর্গিরা পড়ছে তাদের শিরশ্ছেদ করছেন কিংবা বল্লম দিয়ে এফোঁড়-ওফোঁড় করে দিচ্ছেনবর্গিরা সেই আক্রমণ দেখে ছত্রভঙ্গ হয়ে যে যেদিকে পারে সেদিকে পালাতে শুরু করলেভাস্কর পণ্ডিত সেই দেবীকে দেখে, তাঁকে প্রণাম করে দ্রুত রণাঙ্গন ছেড়ে পালিয়ে গেলেনরঘুনাথ 
আর তিন ভাই বিস্ময়ে অভিভূত হয়ে দেখলেন যে এই দেবী আর দিঘি থেকে যে দেবীমূর্তি রঘুনাথ এনেছেন, তা হুবহু একঘোড়ার পিঠ থেকে নেমে অস্ত্রত্যাগ করে, সাষ্টাঙ্গ প্রণামের পর মাথা তুলে তাঁরা তিন জনেই দেবীকে আর দেখতে পেলেন না
রণাঙ্গন থেকে ফিরে তাঁরা প্রথমেই গেলেন গুরুর কাছেতিব্বতি গুরু তাঁদের শরীরে যুদ্ধ ক্ষতের শুশ্রূষা করতে করতে বললেন, স্বয়ং দেবী ভুবনেশ্বরী এসে বর্গি নিধন করেছেন এবং যে সময়ে রণাঙ্গনে তাঁর আবির্ভাব হয়েছিল, সেটি হল অষ্টমী এবং নবমী তিথির সন্ধিক্ষণ
বিষ্ণুপুর মহারাজ মল্লদেব, তাঁদের এই জয়ে খুশি হয়ে রঘুনাথকে রাজা উপাধি দিয়ে তামার সনদ দিলেনতাঁদেরকে আরও দশটি গ্রাম দিয়ে, গড় বানানোর এবং কামান বসানোর অনুমতি দিলেনগড় তৈরি শেষ হতে, লোকমুখে এই গ্রামের নাম হয়ে গেল গড়বাড়ি আর সেই থেকে হয়ে আসছে এইখানে দুর্গাপুজোযে মারাঠারা যুদ্ধবন্দি হয়েছিল তারা আর না ফিরে যেতে চাওয়ায় এইখানেই থেকে যায়তাদের পাড়ার নাম মারাঠা পাড়া বা লোকমুখে মাঠাপাড়ানবমীর দিন রাজা রঘুনাথ মারাঠা বর্গিদের পরাস্ত করেছিলেন বলে আজও দুর্গানবমীর দিন বিজয়োৎসব পালিত হয়মারাঠাপাড়ার লোকদের সঙ্গে আজও সেই যুদ্ধ খেলা হয়

রিয়া বলে, “আর সেই দিঘি থেকে পাওয়া দেবী মূর্তি? সেই মূর্তি তো ধাতুরসেই মূর্তি এখন কোথায়?
দুর্গাদালানে যে দুর্গা মূর্তি দেখতে পাওয়া যাবে তিনি মৃন্ময়ী মাশুদ্ধ মাটি দিয়ে বানানো এই দুর্গামূর্তি ধাতুর চতুর্ভুজা মূর্তিরই হুবহু অনুরূপধাতুর মূর্তিটি আছে এখান থেকে সামান্য দূরে শাল জঙ্গলে ঘেরা পুরোনো মন্দিরেএকই সঙ্গে দুই মূর্তিরই পুজো হয়, তবে সন্ধিক্ষণে রাজ-রক্ত দিয়ে পুজো হয় জঙ্গল মহালের মন্দিরে
রিয়া অবাক হয়ে বলে, “তার মানে? কার রক্ত?”
নন্দিতা হাসতে হাসতে বলে, “সন্ধিপুজোতে বাবা, কাকা, জ্যাঠা এরা সবাই আঙুল চিরে রক্ত দেন অকাতরেএকসময়ে আমাদের পূর্বপুরুষেরা বর্গি আক্রমণ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে অনেক রক্ত দিয়েছিলেন
সূর্য অস্ত যাচ্ছে দূরের নীল পদ্মদিঘির জলেঅন্যদিকে জঙ্গল মহালে ইতিহাস-প্রাচীন দুর্গামন্দিরে আর গড়বাড়ির নাট মন্দিরে একে একে ঝাড়বাতিগুলো জ্বলে উঠছেঢাক, সানাই আর তিব্বতি গুম্ফার ঢোল বেজে উঠতেই নন্দিতা বলে, “চল রিয়া, বিল্ববরণ শুরু হবেএরপর রানিমা আমাদের সবাইকে মুর্শিদাবাদ থেকে আসা তাঁতিদের হাতে এখানে বোনা আর তাঁর নিজের হাতে শুকানো শিউলি ফুল দিয়ে রং করা সিল্ক শাড়ি দেবেন
রিয়া অবাক হয়, “রানিমা কে?”
নন্দিতা বলে, “কুচবিহার রাজবংশের প্রাক্তন রাজকুমারী, আমাদের ঠাকুমা এখন রানিমাপুজোর কটা দিন আমরা সবাই তাঁকে রানিমা বলি আর তিনি দেরি একদম বরদাস্ত করেন না
হাসতে হাসতে রিয়া বলে, “জো আজ্ঞা, ইওর হাইনেস প্রিন্সেস নন্দিতা
----------------------
(এটি একটি গল্প-কাহিনিমাত্র যার সঙ্গে ইতিহাসের কোনো যোগাযোগ নেইএর কোনো চরিত্রের সঙ্গে, কোনো রাজবংশের লোককথার সঙ্গে সাদৃশ্য থাকলে সেটি কাকতালীয় মাত্র)
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment