ছড়া-কবিতা:: মাছ চুরি - অনুপম দত্ত


মাছ চুরি
অনুপম দত্ত

সেদিন দুপুর
টাপুর আর টুপুর
ছিপ নিয়ে গেল দুলেপাড়া

গেনুদের পুকুর
নিঝঝুম দুপুর
চুপি চুপি হবে মাছ ধরা

একখান কই
পুঁটি গোটা দুই
বেলেমাছ পেল খান তিন

ছিপ হাতে টাপুর
মাছ নিল টুপুর
আর না, আবার অন্য দিন

বেলা পড়ে আসে
কেউ নেই পাশে
জোরে হাঁটে টাপুর, টুপুর

বাঁশবনে এসে
হোঁচট খেয়ে কীসে
টাপুর খায় কুমড়ো-গড়াগড়ি

সিড়িঙ্গে এক লোক
তার ভাঁটার মতো চোখ
হাত ধরে তোলে তাড়াতাড়ি

আঁহা লাঁগেনি তো?
ভাঁব তোঁ কীঁ হঁত!
জঁল খাঁবি? চিঁড়ে গুঁড়? মুঁড়ি?

ঠকঠক কাঁপে টাপুর
হাউহাউ কাঁদে টুপুর
কেন যে করতে এল মাছ চুরি!

ভঁয় পাঁসনে তোঁরা
অঁভূত নঁই রেঁ মোঁরা
মাঁছগুলো শুঁধু নেঁব তোঁদের থেঁকে

খাঁনিক এঁখানে বোঁস
দেঁব মাঁখন টোঁস
মাঁছের দাঁম দেঁব ভূঁতুড়ে চেঁকে

বাড়ি ফিরে টাপুর
বলে, ওরে টুপুর
দেখ দেখি কী লেখা ওই চেকে?

পড়ে বুক দুদু -
ওরে টাপুর টুপুর
মাছচুরি ভালো কাজ না।

হঠাৎ কানে মোচড়
ঘুম ভাঙে ধড়ফড়
কান মুলছে টুপুরের মা।
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment