পুজোর ছুটি
জয়তী অধিকারী
আমরা দশ ভাই-বোন
আমাদের
যায়
না
ভোলা
একসাথে
যাই
স্কুলে
রোজ,
সাথে
খাই
বাদাম-ছোলা।
ভূগোলের
প্রশ্নগুলো
স্বপ্নেও
দেয়
যে
হানা
ম্যাপের
ওই
নদীগুলোয়
সাঁতরানো
সত্যি
মানা।
বাদামি
পাহাড়চূড়ায়
চকচকে
তুষার-মুকুট
চল
ভাই
নিই
গুছিয়ে
ব্যাগ,
জামা,
টুপি
আর
বুট।
ভোরবেলা
শিউলি
কুড়োই
বোসেদের
বাগান
ঘুরে
মালা
গাঁথি
গুনগুনিয়ে
উমা
আজ
আসবে
ঘরে।
দশমীর
সন্ধেবেলা
কোলাকুলি
সাঙ্গ
করে
বড়োদের
প্রণাম
করি
নাড়ু
খাই
উদর
পুরে।
----------
ছবি - আন্তর্জাল
No comments:
Post a Comment