ছড়া-কবিতা:: এবার পুজোয় ছুটির আগে - মৌসুমী চট্টোপাধ্যায় দাস


এবার পুজোয় ছুটির আগে
মৌসুমী চট্টোপাধ্যায় দাস

চল যাই আজ বন্ধ রেখে
বই খাতা পেন ব্যাগের ভেতর,
ছুঃ মন্তর মন্ত্র পড়ে
হালকা করে মনটা যে তোর
তোর, তোর আর তোর মনটাও
খুব যেন হয় হালকা তুলো,
রাখ সরিয়ে পাশের পড়ার
ফর্মুলা আর তারিখগুলো
শিউলি পাতার শিশির এনে
ব্ল্যাকবোর্ডে দি যেই না ষে
সংস্কৃতের ম্যাডামকে দেখ,
ঢুলছে কেমন মুদ্রাদোষে!
টুক করে চল লাফিয়ে পড়ি
দেওয়াল জোড়া ব্ল্যাকবোর্ডেতে,
লাগবে না শোন একটি ফোঁটাও,
ঘাস রেখেছে ফরাস পেতে
সবুজ শুধু বীজ বুনেছে
গল্প হাসি দেদার খেলার,
ইচ্ছেমতো কিনতে পাবি
পাখনা জোড়া শূন্যে মেলার
হাত মিলাবার মূল্য দিয়ে
পাখনা কিনে আকাশ ছুঁয়ে
দেখব সবাই অবাক হয়ে
পাহাড় কেমন পড়ছে নুয়ে,
ঢেউরা কেমন ছলাৎ করে
দূষণ দূষণ ফেলছে গিলে,
গাছ-গাছালি ভর্তি আছে
পাতায় পাতায় অন্ত্যমিলে
পুথির পাতায় এমন দেশের
নাম লেখা নেই হয়তো আজও,
কিন্তু জানি মনের মাঝে
এমনি কিছুর ফন্দি ভাঁজো
লাগ ভেলকি, চল না পালাই
এই পুজোতে ছুটির আগে,
নতুন দেশের নতুন পড়া
চল দেখি সব কেমন লাগে
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment