ছড়া-কবিতা:: আঁকা-আঁকি - গোবিন্দ মোদক


আঁকা-আঁকি
গোবিন্দ মোদক

তিন্নি মুন্নি পাপিয়া টুনু আঁকছিল সব ছবি
নদী পাহাড় ফুলবাগিচা কিংবা রবি কবি।
কারও আঁকা জুড়ে ছিল রথের মেলার মজা
আঁকল বা কেউ রূপকথা রং রাজকন্যা রাজা।
কারও তুলি চলল এঁকে মজার কোনো দেশ
কেউ আঁকল ফেরিওয়ালা বিচিত্র তার বেশ!
বাঘ ভাল্লুক কেউ আঁকল, আঁকল হাতি ঘোড়া,
কারও আঁকায় ফুটল যে ফুল সত্যি ফুলের তোড়া।
কেউ আঁকল মস্ত দিঘি টলটলে তার জল
কারও আঁকায় লোভনীয় পাকা পাকা ফল!
যত্ন করে আঁকল বা কেউ আরব বেদুইন
কেউ আঁকল কাশের গুচ্ছ রঙিন শারদ দিন।
জাল দিয়ে মাছ ধরছে জেলে কেউ আঁকল বেশ
যেমন খুশি কেউ আঁকল সব পেয়েছির দেশ।
কেউ আঁকল কুমোরপাড়ার সেই যে গরুর গাড়ি,
কারও আঁকা প্লেনে চড়েই দিল বিদেশ পাড়ি!
টুনু আঁকল দুঃখী মেয়ে আর দুঃখী মাকে,
সদ্য মাকে হারিয়ে টুনু ফুটপাতেতেই থাকে!!
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment