ছড়া-কবিতা:: বরেনবাবুর ভুল - অমিত চট্টোপাধ্যায়


বরেনবাবুর ভুল

অমিত চট্টোপাধ্যায়

 

বরেনবাবুর ছোট্ট জমি

তাতেই বারোমাস,

উচ্ছে বেগুন ফলান, করেন

শাক-সবজির চাষ।

একদিন সেই সাতসকালে

ঘরের দরজা খুলে,

দেখেন তিনি বেগুন গাছে

লঙ্কা আছে ঝুলে!

কুমড়ো গাছে লাউ ধরেছে,

ঢ‍্যাঁড়শ গাছে শসা,

বরেনবাবুর চোখ কপালে

দেখে গাছের দশা।

কাণ্ড দেখে বরেনবাবু

তাজ্জব বিলকুল!

ভাবেন বুঝি চাষ করাতেই

ছিল বেজায় ভুল

ভুলের কারণ খুঁজতে থাকেন

মুখখানি ভার করে,

হঠাৎ বোঝেন, আছেন চোখে

ছেলের চশমা পরে।

----------

ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment